খোলা বাজার২৪ ॥ রবিবার, ২২ নভেম্বর ২০১৫ : ব্যাংকিং সেক্টরের সমস্যা ও সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করতে আজ থেকে শুরু হয়েছে ২ দিনব্যাপী ব্যাংকিং কনফারেন্স।
রবিবার সকালে রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বি আইবিএম) কার্যালয়ে এই কনফারেন্সের আয়োজন করা হয়েছে।
এতে দেশে কার্যরত সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাদের অংশ নেয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কনফারেন্সের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আতিউর রহমান।
কনফারেন্সে ম্যাক্রো ফাইনান্সিয়াল স্ট্যাবিলিটি, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ইনফরমেশন-কমিউনিকেশন ইন ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড সাসটেইনেবল ডেভলপমেন্ট ইন ব্যাংক ও কর্পোরেট গর্ভনেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট ইন ব্যাংক বিষয়ে আলোচনা করা হচ্ছ।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর সিতাংশু কুমার সুর চৌধুরী, প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ফয়সাল আহমেদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ড. খোন্দকার ইব্রাহিম খালেদ, বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির প্রিন্সিপাল কে এম জামশেদুজ্জামান, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বি আইবিএম) মহাপরিচালক তৌফিকুল ইসলাম, এবিবি সভাপতি আলী রেজা ইফতেখার, বিএবি সভাপতি নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত রয়েছেন।