খোলা বাজার২৪ ॥ রবিবার, ২২ নভেম্বর ২০১৫ : যান্ত্রিক ত্রুটি সমাধানের পর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন চালু হয়েছে। দুপুর ১২ টায় এই লেনদেন চালু হয়। যা চলবে বিকেল ৪ টা পর্যন্ত।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, যান্ত্রিক ত্রুটির কারণে আজ রবিবার নির্ধারিত সময়ে লেনদেন শুরু করতে পারেনি ডিএসই।
সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর কথা থাকলেও ট্রেডিং ইঞ্জিন চালু না হওয়ার কারণে ডিএসইতে লেনদেন বন্ধ থাকে। তবে কি কারণে এ সমস্যা হল তা কর্তৃপক্ষ খতিয়ে দেখে। তবে দেড় ঘণ্টা পর সমস্যা সমাধান করে লেনদেন চালু করে ডিএসই।
প্রসঙ্গত, এর আগেও বেশ কয়েকবার ডিএসইতে কারিগরি ত্রুটির কারণে লেনদেন বিঘœ ঘটেছিল।