খোলা বাজার২৪ ॥ রবিবার, ২২ নভেম্বর ২০১৫ : বারবসিব প্রস্তুতি শেষ। হয়ে গেছে আনুষ্ঠানিক যাত্রাও। এখন অপেক্ষা মাঠের লড়াই শুরুর। রাত পোহালেই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সেই ব্যাট-বলের লড়াই। রবিবার দুপুর ২টায় দিনের প্রথম ম্যাচটি হবে রংপুর রাইডার্স ও চিটাগাং ভাইকিংসের মধ্যে। আর সন্ধ্যা পৌনে ৭টায় ঢাকা ডায়নামাইটসের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
টুর্নামেন্টকে সামনে রেখে দলগুলো প্রস্তুতি নিয়েছে পুরো দস্তুর। উদ্বোধনী ম্যাচেই বাংলাদেশের দুই তারকা লড়বেন মুখোমুখি। সাকিব নেতৃত্ব দেবেন রংপুরের। আর তামিমের নেতৃত্বে খেলবে চিটাগাং। ম্যাচে অংশ নিতে যুক্তরাষ্ট্রে অবস্থানরত সদ্য বাবা হওয়া সাকিবের শনিবার রাতেই ঢাকায় পৌছার কথা।
দলটির হয়ে দেশীয় ক্রিকেটারদের মধ্যে সৌম্য পড়েছেন ইনজুরির কবলে। এ ছাড়া দলটিতে দেশীয় তেমন কোনো তারকা নেই। দেশীয়দের মধ্যে দলে আর রয়েছেন মিঠুন, জহিরুল, রাহি রাসেল আল মামুনের মতো ক্রিকেটার। তবে বিদেশী ক্যাটাগরিতে দুই অভিজ্ঞ ক্রিকেটার পাকিস্তানের মিসবাহ-উল হক ও ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন স্যামি যোগ দিয়েছেন দলের সঙ্গে। আরো আছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী, পাকিস্তানের ওয়াব রিয়াজ ও শ্রীলঙ্কার থিসারা পেরেরা। তবে শুরু থেকেই সব বিদেশীকে পাচ্ছে না রংপুর।
টুর্নামেন্টে দুর্দান্ত লড়াইয়ের আশা করছেন মিসবাহ-উল হক। তিনি বলেছেন, ‘আমাদের দল বেশ ভালো দল। আশা করছি সবাই মিলে ভালো একটি কম্বিনেশন তৈরি করে ইতিবাচক পারফর্ম করতে পারব। এটাই আমাদের লক্ষ্য। দলগত ও ব্যক্তিগতভাবে নিজেকে প্রমাণ করতে হবে।’
আর ড্যারেন স্যামি বলেছেন, ‘এর আগে বিপিএল দেখেছি। তবে মনে হচ্ছে এবারের বিপিএলই হবে সেরা। বিভিন্ন দেশ থেকে অনেকে খেলতে এসেছে। বিশ্বের বিভিন্ন খেলোয়াড় বাংলাদেশে এসে খেলতে আগ্রহী, এটা খুব ভালো দিক। আমিও নতুন জার্সিতে মাঠে নামতে মুখিয়ে আছি। ভালো কিছু করে দলকে জয় উপহার দিতে চাই।’
অপরদিকে স্থানীয় ও বিদেশী দুদিন থেকেই তারকা সমৃদ্ধ দল চিটাগাং। তামিম ছাড়াও এনামুল, তাসকিন, জিয়াউর, নাঈম ও এনামুল জুনিয়র আছেন দেশীয় ক্যাটাগরিতে। বিদেশীদের মধ্যে আছেন পাকিস্তানের মোহাম্মদ আমির ও সাঈদ আজমল, শ্রীলঙ্কার জীবন মেন্ডিস এবং জিম্বাবুয়ের এল্টন চিগুম্বুরার মতো ক্রিকেটার।
ম্যাচ নিয়ে তাই আশাবাদী অলরাউন্ডার জিয়াউর রহমান। শনিবার অনুশীলন শেষে তিনি বলেছেন, ‘আমাদের প্রস্তুতিটা অনেক ভালো। বিদেশী ক্রিকেটাররা সবাই অনুশীলনের মধ্যে ছিল না। এখানে কোনো সমস্যা হবে না। আর আমরা তো অনেক আগে থেকেই অনুশীলন করছি। আশা করছি প্রথম ম্যাচে আমরা জয় দিয়ে শুরু করতে পারব।’
উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা ও কুমিল্লা পরস্পরের মুখোমুখি হবে। ঢাকায় দেশীয়দের মধ্যে রয়েছেন আইকন ও সহ-অধিনায়ক নাসির হোসেন ও তরুণ পেসার কাটার খ্যাত মুস্তাফিজুর রহমান। তবে দুঃসংবাদ হলে জিম্বাবুয়ের ম্যালক্লম ওয়ালার শনিবার অনুশীলন করতে গিয়ে চোট পেয়েছেন।
ঢাকার নেতৃত্বে শ্রীলঙ্কান তারকা কুমার সাঙ্গাকারা। উদ্বোধনী ম্যাচ নিয়ে তিনি বলেছেন, ‘আমাদের পুরো স্কোয়াড নিয়ে আজ (শনিবার) অনুশীলন করছি। দল বেশ ভালো। স্থানীয় কয়েকজন ভালো খেলোয়াড় আছে। আন্তর্জাতিক পর্যায়ে খেলা বিদেশীরাও আছে। আশা করছি দলের সবাই ভালো ক্রিকেট খেলবে। মাঠে সর্বোচ্চ সততা বজায় রাখবে। দলের পরিবেশটাও ভালো থাকবে।’
আর কুমিল্লার নেতৃত্বে রয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দলটিতে ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারিনের মতো বোলার রয়েছেন। অবশ্য ইংল্যান্ডের সঙ্গে সিরিজ থাকায় নভেম্বরে পাকিস্তানের জাতীয় দলে থাকা অনেককেই পাচ্ছে না কুমিল্লা। শনিবারও পৌঁছাতে পারেননি শ্রীলঙ্কার নুয়ান কুলাসেকারা ও লাহিরু থিরিমান্নে। তাই সংগ্রহটা ভাল হলেও উদ্বোধনী দিনে কুমিল্লার অনেক তারকা ক্রিকেটারকেই মাঠে নাও দেখা যেতে পারে।
যতোটুকু সম্ভব প্রস্তুতি নিয়েছে দলগুলো। এবার মাঠে তার দেখানোর পালা। সেই নৈপুণ্য প্রদর্শনের অপেক্ষায় আছে দলগুলো। এর মধ্যে উদ্বোধনী দিনেই নিজেদের প্রমাণে ব্যস্ত থাকবে ৪ দল। এই লড়াইয়ে সফল সূচনা করে কোন দুটি দল তাই দেখার অপেক্ষা এখন।