খোলা বাজার২৪ ॥ রবিবার, ২২ নভেম্বর ২০১৫ : উত্তর ক্যারোলিনে একজন গাড়িচালক আবার ধর্ম বৈষম্যের শিকার হলেন। তাকে তার গাড়ির একজন যাত্রী মারধর করেন। কারণ, সেই যাত্রীর তাকে মুসলমান মনে হয়েছে।
স্যামসন ওল্ডমাইকেল আট বছর পূর্বে ইথিওপিয়া থেকে যুক্তরাষ্ট্রে এসেছেন। তিনি একজন খ্রিস্টান ধর্মের অনুসারী। তিনি রবিবার সকালে একজন যাত্রীকে চারলটের একটি বার থেকে নিয়ে প্রায় ১০ কিলোমিটার দূরে যাত্রীর বাড়িতে পৌঁছে দেন।
স্যামসন একটি রিপোর্টে জানান, তিনি যখন সেই যাত্রীকে তার বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছিলেন, তখন সেই যাত্রী তাকে চলন্ত গাড়িতে মারধর করেন। যখন তিনি তার যাত্রীর বাড়ির নিকট পৌঁছে, তখন সে তাকে গুলি মারার হুমকি দেন এবং মুসলমান বলে গালাগাল করেন।
স্যামসন বলেন, ‘সে আমাকে প্রশ্ন করেছিল আমি মুসলমান কিনা? আমি বলেছিলেম আমি মুসলিম নই। আমি গাড়ি চালাচ্ছিলাম আর তার মাঝেই সে আমাকে মাড়ছিল। আমি তাকে বারবার বলেছিলাম আমি মুসলিম নই, আর এভাবে মানুষকে মারা ঠিক নয়।’
স্যামসন জানান, সে অনেক ভীত হয়ে গিয়েছিল। তাই তিনি গাড়ি চালানো বন্ধ করেনি। কিন্তু সেই যাত্রী বারবার তার মাথায় আঘাত করছিলেন। সে তাকে বারবার বলছিলেন, যে তাকে গুলি করে হত্যা করবেন এবং তার হাত পেছন দিকে পালিয়ে রেখেছিলেন, তাই স্যামসন আরও বেশি ভীত হয়ে পড়েন। পরে তিনি তার গাড়ি নিয়ে সরাসরি পুলিশের কাছে নিয়ে যান।–সূত্র: ইন্ডিয়া টাইম্স।