Fri. Mar 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

20151119 - Mou Press BBLখোলা বাজার২৪ ॥ রবিবার, ২২ নভেম্বর ২০১৫ : ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট’ প্রজেক্টের আওতায় দীর্ঘমেয়াদী অর্থায়ন তহবিল ব্যবহারের জন্য বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সাথে চুক্তির অংশ হিসেবে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। নির্ধারিত মানদ-ে উত্তীর্ণ হওয়ায় প্রথম পর্যায়ে নির্বাচিত চারটি প্রথম সারির ব্যাংকের মধ্যে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক একটি। গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে কেন্দ্রীয় ব্যাংকের সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ আহসান উল্লাহ এবং আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, নাজনীন সুলতানা, বাংলাদেশ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল অলম ও মোহাম্মদ আবদুল জলিল উপস্থিত ছিলেন।