Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

27খোলা বাজার২৪ ॥ রবিবার, ২২ নভেম্বর ২০১৫ : একদিন এই হত্যার বিচার হবেই’ বলেই দাবী করেন মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি কার্যকর হওয়া সালাউদ্দিন কাদের চৌধুরী ছেলে হুম্মাম কাদের চৌধুরী।
রোববার সাকার মরদেহ দাফন শেষে গহিরায় বাইতুল বিল্লালে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবী করেন।
সাকা পুত্র বলেন, অবৈধ রায়ের মাধ্যমে সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে হত্যা করা হয়েছে, একদিন না একদিন এই হত্যার বিচার হবেই।
হুম্মাম কাদের বলেন, ‘অবৈধ রায়ের মাধ্যমে একজন বেকসুর মানুষকে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ড ন্যায়বিচারের জন্য দেশের মানুষ একদিন ডাক দেবে।’
সাকা চৌধুরী প্রাণভিক্ষার আবেদন করেননি উল্লেখ করে হুম্মাম কাদের বলেন, আমরা যখন শেষ দেখা করতে গেলাম তখন আমার বাবা বলেছেন, ‘৬ ফুট ২ ইঞ্চির তোমার বাবা কারও কাছে মাথানত করতে পারে না।’
১০ মিনিটের সংবাদ সম্মেলনে হুম্মাম বলেন, ‘দেশে অনেক গুম-খুন হচ্ছে। অনেকে আপনজনের লাশও খুঁজে পাচ্ছে না। সেই দিক থেকে আমরা ভাগ্যবান। আমরা আমাদের বাবাকে সম্মানের সঙ্গে দাফন করতে পেরেছি।’
সাকার ভাই জামাল উদ্দিন কাদের চৌধুরী বলেন, ‘প্রাণভিক্ষার বিষয়ে তিনি (সাকা) বলেন, আমি মার্সি (ক্ষমা) চাই। তবে তা রাব্বুল আলআমিনের কাছে, কোনো বান্দার কাছে নয়।