খোলা বাজার২৪ ॥ রবিবার, ২২ নভেম্বর ২০১৫ :দি প্রিমিয়ারব্যাংক লি: এর ১৬তম বর্ষপূর্তি এবংসপ্তদশবর্ষে পদার্পণউপলক্ষে গত ১৯নভেম্বর, ২০১৫ হোটেল সোনারগাওয়ের বলরূমে জাকজঁঁমক জন্মদিনের কেক কাটাসহ বিভিন্ন কর্মসূচী ও সাংস্কতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
বর্ষপূর্তি অনুষ্ঠানে ব্যাংকের সম্মানিত গ্রাহকদের জন্য ”প্রিমিয়ারডিরেক্ট”নামে আরোকিছু সেবাচালু করা হলো যা হলো ইন্টারন্যাট ব্যাংকিং, ই-স্টেটম্যান্ট, এস এম এস এলার্ট ও ব্যাংকের নতুন কর্পোরেট ওয়েবসাইট উল্লেখযোগ্য।
অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের বানিজ্য মন্ত্রী জনাব তোফায়েল আহমেদ, এমপি প্রধান অতিথি, ঢাকা রউত্তর মেয়র জনাব আনিসুল হক, বাংলাদেশ ব্যাংক ডেপুটিগভর্নরজনাবএস কে সুর চৌধূরী ও এফবিসিসিআই –র’ প্রেসিডেন্ট
জনাব আব্দুল মতলুব আহমেদ বিশেষ অতিথি ও প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান ডাঃ এইচ,বি,এম,ইকবাল সহ ও অন্যান্য বোর্ড সদস্য ও অন্যান্য আমন্ত্রিত অতিথিদেরনিয়ে কেক কেটে ব্যাংকের জন্মদিন উদযাপন করেন ।
এ সময় ব্যাংকের ভাইস চেয়ারম্যান জনাব ইমরান ইকবাল , উদ্যোক্তা পরিচালক জনাব বিএইচহারুন (এমপি) ও জনাব আবদুসসালাম মুর্শেদী, জনাব শাহ্ মোঃনাহিয়ানহারুন,জনাব সফিকুররহমান এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব খোন্দকার ফজলে রশিদ, অতিরিক্ত ব্যবস্থাপনাপরিচালক জনাব এম, রিয়াজুল করিম , উপদেষ্টা জনাব মো: এহসান খসরু, ডি এম ডি জনাব দেওয়ান আনওয়ারূল লতিফ ও জনাব এস এম জাফর সহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এখানে উলেখ্য যে,দি প্রিমিয়ার ব্যাংক লি: ১৯৯৯ সালে অক্টোবরে কার্যক্রম শুরু করে সাফল্যের সাথে এর গ্রাহক সেবার ১৬ বছর অতিক্রম করেছে।