খোলা বাজার২৪ ॥ রবিবার, ২২ নভেম্বর ২০১৫ : বিদ্যুৎসংযোগ টাওয়ার উড়িয়ে দেওয়ায় অন্ধকারে রয়েছে ক্রিমিয়ার ২০ লাখ মানুষ।
ইউক্রেইন থেকে সরবরাহ করা বিদ্যুৎসংযোগ লাইনের চারটি টাওয়ার প্রকাশিত খবর অনুযায়ী বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার পর থেকে ক্রিমিয়া অন্ধকারে ডুবে আছে।
জানা যায়, শনিবার রাতের এ ঘটনায় অঞ্চলটির ২০ লাখ মানুষ বিদ্যুৎবিহীন রয়েছেন। চারটি বিদ্যুৎলাইনের সবগুলোই বিচ্ছিন্ন হয়ে গেছে।
খবর বিবিসি।
সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দেওয়া ছবিগুলোতে ক্ষতিগ্রস্থ বৈদ্যুতিক টাওয়ারগুলোতে টাঙিয়ে রাখা ইউক্রেইনের পতাকা দেখা গেছে।
এক সময়ের ইউক্রেইনের অবিচ্ছিন্ন অংশ ক্রিমিয়া উপদ্বীপকে গত বছর রাশিয়া অধিগ্রহণ করে নিলেও অঞ্চলটিতে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রেখেছিল ইউক্রেইনীয় কর্তৃপক্ষ।
ক্রিমিয়া এনার্জির পরিচালক ভিক্টর প্লাকিডা বার্তা সংস্থা তাসকে বলেন, “ক্রিমিয়া পুরোপুরি বিচ্ছিন্ন রয়েছে।”
ক্রিমিয়ার জরুরি মন্ত্রণালয় পরিস্থিতি মোকাবিলায় জরুরি অবস্থা জারি করে উদ্ধারকারী দলগুলোকে উচ্চ সতর্কাবস্থায় রেখেছে বলে প্রকাশিত খবরে জানা গেছে।
ক্রিমিয়া অঞ্চলের উপপ্রধানমন্ত্রী মিখাইল শেরেমেত জানিয়েছেন, হাসপাতালগুলোতে বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ সংযোগ অব্যাহত রাখায় সেখানে অস্ত্রোপচারসহ কার্যক্রমে কোনো বিঘœ ঘটেনি।
আগে প্রকাশিত প্রতিবেদনগুলো থেকে জানা গেছে, চারটি বৈদ্যুতিক লাইনের মধ্যে দুটি শুক্রবার উড়িয়ে দেওয়া হয়।
ইউক্রেইনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্থ টাওয়ারগুলি মেরামতের চেষ্টাকালে আন্দোলনকারীরা বাধা দেয় ও ঘটনাস্থলটি অবরোধ করে রাখে।