খোলা বাজার২৪ ॥ রবিবার, ২২ নভেম্বর ২০১৫ : যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে আরবি বলার কারণে দুই ফিলিস্তিানি বংশো™ভূতকে ফ্লাইটে উঠতে দেয়নি বিমানবন্দরের নিরাপত্তকর্মীরা। তারা শিকাগো থেকে ফ্লাডফিয়া যাওয়ার পথে সাউথ ওয়েস্ট এয়ারলাইন্সে এ পরিস্থিতির শিকার হন ।
মিডওয়ে বিমানবন্দরে খলিল ও আনাস আয়াজ নামক দুই বন্ধুকে গেট এজেন্ট বলেন, তাদের ফ্লাইটে উঠতে দেওয়া হবে না। কারণ তাদের পরস্পর আরবিতে কথাবার্তা বলতে শোনা গেছে। যার কারণে একজন সফরকারী তাদের সঙ্গে সফরে ভীতসন্ত্রস্ত।
বিষয়টি নিয়ে অভিযোগ করা হলে, অবশেষে পুলিশ ও বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা জিজ্ঞাসাবাদের পর তাদের সফরে অনুমতি দেন।
খলিল জানান, বিমানে উঠার পর কয়েকজন যাত্রী তাদের সঙ্গে থাকা সাদা বক্সটি খুলার জন্য বলেন। খলিল বক্সের মিষ্টি দ্রব্যটি সকলের সঙ্গে শেয়ার করেন।
উল্লেখ্য, গত সপ্তাহে ফ্রান্সে সন্ত্রাসী হামলার পর মুসলমানরা প্রতিনিয়ত এ ধরণের আচরণের সম্মুখীন হচ্ছেন। সূত্র : ডননিউজ উর্দু