Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

56খোলা বাজার২৪ ॥ রবিবার, ২২ নভেম্বর ২০১৫ : বাতাসে বছরের শেষ উৎসব আসার গন্ধ চলে এসেছে। সবাই সবসময় অবশ্যই একটি পরিষ্কার ত্বক চায়। এবার পরিষ্কার, কোমল ও সুন্দর ত্বকের জন্য চলে যান আপনার রান্না ঘরে। এমন কিছু উপদান রয়েছে যা আপনার মুখের গাঢ় দাগ, ব্রণ চিহ্ন, চর্মাদির স্বাভাবিক ও সূর্যের পোড়া দাগ কমাতে সাহায্য করে।
আসুন সে সকল উপকরণ সম্পর্কে জেনে নেয়া যাক-
# টাটকা ফল
আনারস রস এক চা চামচ, এক চা চামচ নারকেল দুধ এবং আধা চা চামচ মধু মিশিয়ে নিন। ভালোভাবে মেশান এবং ২০ মিনিটের জন্য এই মিশ্রণটি আপনার মুখে লাগিয়ে রাখুন। এরপর স্বাভাবিক পানি দিয়ে ধুয়ে ফেলুন।
# হলুদ
হলুদে সদৃশ্য এন্টিসেপটিক বৈশিষ্ট্য রয়েছে। হলুদ বিয়ের আগের একটি অবিচ্ছেদ্য অংশ এতে আশ্চর্যের কিছু নেই। এক চামচ দুধের ক্রিম নিন, এক চিমটি হলুদ মিশিয়ে তার সাথে ২ ফোঁটা বাদাম তেল ভালভাবে মিশিয়ে নিন। ভালোভাবে মেশান এবং আপনার মুখে ভালভাবে লাগিয়ে নিন এবং শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। তারপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
# মসূর
এক টেবিল চামচ লাল বা সবুজ মসূরের ডাল নিন। ডাল গুঁড়া করে নিন, এর সাথে দই ও নারকেল তেল ভালোভাবে মেশান এবং আপনার মুখের ওপর ভালভাবে লাগিয়ে নিন এবং শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। তারপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
# ফলের খোসা
কমলা লেবুর খোসা নিয়ে তা সূর্যের আলোতে ভালভাবে শুকিয়ে নিন। এরপর এই খোসার পাউডার তৈরি করে একটি পাত্রে সংরক্ষণ করুন। যাতে প্রয়োজনে সবসময় পাওয়া যায়। আপনি গোলাপ জলের সাথে এই গুঁড়া মিশিয়ে সপ্তাহে দুবার এটি ব্যবহার করতে পারেন। ২০ মিনিটের জন্য মুখে লাগিয়ে রাখুন এবং তারপর স্বাভাবিক পানি দিয়ে ধুয়ে ফেলুন।