খোলা বাজার২৪ ॥ সোমবার, ২৩ নভেম্বর ২০১৫: ইসরায়েলী নাগরিক ও সেনাদের হামলায় তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। দখলকৃত পশ্চিমতীরে রবিবার এ ঘটনা ঘটে।
ইসরায়েলী সেনাদের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, রবিবার দক্ষিণ নাবলুসে এক ফিলিস্তিনি নারী এক ইসরায়েলী সেনাকে ছুরিকাঘাত করার চেষ্টা করলে এক ইসরায়েলী চালক তাকে ধাক্কা দেয়। এরপর সেনারা তাকে গুলি করে। এতে তিনি মারা যান।
অপরদিকে, ইসরায়েলী পুলিশ অভিযোগ করেছে, এক ফিলিস্তিনি ট্যাক্সি চালক এক ইসরায়েলীকে গাড়ি চাপা দেওয়ার চেষ্টা করলে তাকে গুলি করে ইসরায়েলী সেনারা। এতে তিনি মারা যান।
ইসরায়েলী গণমাধ্যমে বলা হয়েছে, সন্দেহভাজন এক ফিলিস্তিনি ২০ বছর বয়সী এক ইসরায়েলী নারীকে ছুরিকাঘাত করলে তাকে গুলি করে হত্যা করা হয়।
সেপ্টেম্বর মাসের শেষ দিকে জেরুজালেমের আল আকসা মসজিদে ফিলিস্তিনিদের বিরুদ্ধে অভিযান শুরু করে ইসরায়েলী সেনারা। তখন দুই পক্ষের মধ্যে শুরু হয় সহিংসতা। এ পর্যন্ত সহিংসতায় ৯১ ফিলিস্তিনি এবং ১৫ ইসরায়েলী নিহত হয়েছেন।