খোলা বাজার২৪ ॥ সোমবার, ২৩ নভেম্বর ২০১৫: বাংলাদেশে একটি গোষ্ঠী আছে যারা বাংলাদেশ ও পাকিস্তানের জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় না- এমন মন্তব্য করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান।
রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে তিনি একথা বলেছেন। পাকিস্তানের টেলিভিশন চ্যানেল জিয়ো টিভির অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
নিসার আলী খান দাবি করেন, পাকিস্তান ও বাংলাদেশের জনগণ অতীতের তিক্ততা পেছনে ফেলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করতে চায়।
তার মতে, ‘পাকিস্তানের সমর্থক’ কারও বিরুদ্ধে প্রতিশোধ বন্ধ করার এটাই উপযুক্ত সময়। বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দণ্ড কার্যকর হলেও বিশ্ব নীরব রয়েছে উল্লেখ করে তিনি বলেন, পুরো বিশ্ব বিশেষ করে মানবাধিকার সংগঠনগুলোর নীরবতায় তিনি বিস্মিত। এর আগে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেয় পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়।