খোলা বাজার২৪ ॥ সোমবার, ২৩ নভেম্বর ২০১৫: ফিরিয়ে দেওয়া হয়নি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিরতাত্তার জন্য নিয়োজিত পুলিশের বিশেষ প্রটোকল যার কারণে শঙ্কা প্রকাশ করেছে বিএনপি। এ কারনে গতকাল গুলশানে রাজনৈতিক কার্যালয়ে যাননি তিনি।
শনিবার সন্ধ্যায় দেশে ফেরার পর থেকে গুলশানের বাসভবনেই আছেন বিএনপি চেয়ারপারসন।
এর আগে লন্ডনে চিকিৎসা শেষে দীর্ঘ দুই মাসের বেশি সময় পর দেশে ফিরে বাসায় বিশ্রাম নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
এদিকে দেশের উদ্ভূত পরিস্থিতিতে শনিবার দুপুরে খালেদা জিয়ার নিরাপত্তায় শঙ্কা প্রকাশ করে অতিরিক্ত নিরাপত্তা চেয়ে পুলিশের সংশ্লিষ্ট তিন দপ্তরে চিঠি দেয় বিএনপি।
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ বলেন, বিষয়টি ডিসি প্রটেকশনের দেখার কথা। সাধারণভাবে ক্রাইম জোনে যেভাবে পুলিশ পেট্রলিং করা হয় আমরা তেমনটাই করছি।
এ ব্যাপারে জানতে চাইলে ডিসি (প্রটেকশন) আশরাফুজ্জামান জানান, নিরাপত্তা সংক্রান্ত কোন চিঠি তিনি পাননি। এমনকি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কোন নির্দেশনাও পাননি তিনি। তিনি বলেন, নির্দেশনা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, লন্ডন যাওয়ার আগে সর্বশেষ গত ১৪ই সেপ্টেম্বর গুলশান কার্যালয়ে অফিস করেন বিএনপি চেয়ারপারসন।