খোলা বাজার২৪ ॥ সোমবার, ২৩ নভেম্বর ২০১৫: বুন্দেস লিগার শিরোপা অক্ষুণ্ণ রাখতে হলে বায়ার্ন মিউনিখকে প্রতিটি ম্যাচেই শতভাগ সামর্থ্য বজায় রেখে খেলতে হবে বলে মন্তব্য করেছেন ক্লাবটির তারকা ফুটবলার টমাস মুলার। শালকের বিপক্ষে ঘাম ঝরানোর পর ৩-১ গোলে জয়লাভ করেছে পেপ গার্দিওলার দল। তীব্র প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচের ইনজুরি সময়ে মুলারের দেয়া গোল মূলত দলটির জয়ের ব্যবধানকে সমৃদ্ধ করেছে।
লিড নেয়ার পর দলটি কিছুটা রক্ষণাত্মক অবস্থানে চলে গিয়েছিল বলে স্বীকার করে জার্মানীর এই আন্তর্জাতিক তারকা সতর্ক করে দিয়ে বলেন, এর ফলে দলটিকে মূল্য দিতে হতে পারে।
ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় মুলার বলেন, বুন্দেসলিগায় প্রতিটি ম্যাচে জয় নিশ্চিত করতে হলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। আজ প্রতিপক্ষ দলটি আমাদের জন্য ম্যাচটিকে বেশ কঠিন করে তুলেছিল। প্রতিপক্ষ দলগুলো আগামীতেও সব ধরনের প্রচেষ্টা চালাবে। তাই প্রতিটি ম্যাচেই আমাদেরকে শতভাগ সামর্থ্য দিয়ে খেলতে হবে। আমরা অবশ্য অপেক্ষাকৃত ভাল খেলেছি। তবে প্রতি আক্রমণ থেকে তাদের সমতায় ফেরার ঘটনাটি আমাদের জন্য সতর্কবার্তা।
লিগ মিশনকে আপাতত স্থগিত রেখে এখন চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের দিকে মনোযোগ দিতে হবে বায়ার্ন মিউনিখের। কারণ মঙ্গলবার ইউরোপীয় ওই শীর্ষ টুর্নামেন্টে গ্রীক চ্যাম্পিয়ন অলিম্পিয়াকোসকে আতিথেয়তা দিতে হবে জার্মান চ্যাম্পিয়নদের। বাসস।