Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

32খোলা বাজার২৪ ॥ সোমবার, ২৩ নভেম্বর ২০১৫: মৌলভীবাজারে প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর আসনে উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তার স্ত্রী সৈয়দা সায়রা মহসিন।
সম্ভাব্য অন্য সব প্রার্থীর মনোনয়নপত্র আগেই বাতিল হয়ে যাওয়ায় সোমবার এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এস এম এজহারুল হক মৌলভীবাজার-৩ (সদর- রাজনগর) আসনে সৈয়দা সায়রা মহসিনকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।
সমাজকল্যাণ মন্ত্রী থাকাকালে সৈয়দ মহসিন আলী গত ১৪ সেপ্টেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে ৮ ডিসেম্বর ভোটের দিন রেখে তফসিল দেয়।
ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে মহসিনের আসনে ভোটের লড়াইয়ের জন্য মনোনীত করা হয় তার স্ত্রীকে।
এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্টের (বিএনএফ) মোহাম্মদ আশরাফ হোসেন আশরাফ, জাতীয় পার্টির (এরশাদ) সৈয়দ নুরুল হক এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ খুরশীদ ও সোহেল আহমদ মনোনয়নপত্র জমা দেন।
গত ১৪ নভেম্বর বাছাইয়ের দিন নির্বাচন কমিশন সায়রা ছাড়া সবার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করলে তার এমপি হওয়ার বিষয়টি তখনই নিশ্চিত হয়ে যায়।