খোলা বাজার২৪ ॥ সোমবার, ২৩ নভেম্বর ২০১৫: জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকরে প্রতিবাদে আজ দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে দলটি।
তবে হরতালে এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। স্বাভাবিকই রয়েছে জনজীবন।
রাজধানীর বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান লক্ষ্য করা যায়। রাজধানীত চলছে প্রায় সবধরনের যানবাহন।
রাজধানীর মিরপুর, কাজীপাড়া, শেওড়া পাড়া, কালশী, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, মৎস্য ভবন, প্রেসক্লাব, পুরানা পল্টন ও মতিঝিল এলাকা ঘুরে দেখা যায়, যে কোনো ধরনের নাশকতা মোকাবেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। রাজধানী বিভিন্ন পয়েন্টে ও রাস্তার মোড়ে-মোড়ে পুলিশ মোতায়েন থাকতে দেখা গেছে। এ সময় রাস্তাগুলোতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
সকাল থেকে হরতাল চলাকালে সারাদেশে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এর আগে মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর করার পর শনিবার মধ্যরাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এ হরতাল কর্মসূচি ঘোষণা করেন।
এরমধ্যে রবিবার গায়েবানা জানাজা ও দোয়া কর্মসূচিও পালন করে তারা। মুজাহিদের রায় পুনর্বিবেচনার আবেদন আপিলে বিভাগে খারিজ হওয়ার পর গত বুধবারও হরতাল পালন করে জামায়াত।
তবে রাজধানী ঢাকাসহ দেশের কোনো জেলাতেই রাজপথে নামতে পারেনি জামায়াত। জামায়াত অধ্যুষিত বলে পরিচিত এলাকাগুলোতে হরতালের সমর্থনে মিছিল-সমাবেশ ছিল না।