Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

44খোলা বাজার২৪ ॥ সোমবার, ২৩ নভেম্বর ২০১৫: হ্যারি পটার ভক্ত এক নারী হ্যারি পটার থিম পার্কে যেতে এতোটাই মরিয়া হয়ে উঠেছেন যে ট্রিপের খরচ বহন করার বিনিময়ে নিজের সম্ভ্রম বিলিয়ে দেয়ার প্রস্তাব দিয়েছেন। ওই থিম পার্কে যাওয়ার মতো আর্থিক সামর্থ্য তার নেই। কিন্তু সেখানে যেতে চান যে কোন কিছুর বিনিময়ে। অনলাইনে নিজের আবেদনময়ী অঙ্গভঙ্গির নানা ছবি দিয়ে বিজ্ঞাপন দিয়েছেন। দাবি করেছেন, তিনি দুশ্চরিত্র নন। শুধু ওই থিম পার্কে যাওয়ার জন্য এ প্রস্তাব।
মিররের সচিত্র প্রতিবেদনে বলা হয়, ক্রেগলিস্টে বিজ্ঞাপনটি দিয়েছেন তিনি। অপরিচিত ওই নারী মার্কিন অঙ্গরাজ্য ফ্লোরিডাতে থাকেন।
ইউনিভার্সাল স্টুডিওর হ্যারি পটার থিম পার্কে একদিনের টিকেটের খরচ ১০২ ডলারের। এছাড়া যাওয়া আসা, হোটেলে থাকার খরচ রয়েছে। এতো খরচ করার সামর্থ্য তার নেই। এজন্য এ পরিকল্পনা ফেদেছেন। এমন একজনকে তিনি খুঁজছেন যে তার যাবতীয় খরচ বহন করবে। এর পরিবর্তে তিনি তার সঙ্গে সকাল-সন্ধ্যা শারীরিক সম্পর্ক স্থাপন করবেন।
ক্রেগলিস্টে দেয়া ওই বিজ্ঞাপনে তিনি বলেছেন, ‘আমি হ্যারি পটারের অনেক বেশি ভক্ত! হ্যারি পটার থিম পার্ক সম্প্রতি খুলেছে। আর আমার সেখানে যাওয়া প্রয়োজন কিন্তু সেখানে যাওয়ার কোন উপায় আমার নেই। ওই ট্যুরে যাওয়ার যাবতীয় খরচ তো দূরে থাক- হোটেল, খাওয়া দাওয়া, এন্ট্রি ফি। আমি শুরুতেই বলতে চাই, আমি চরিত্রহীন নই.. আমি জানি যে পুরুষরা কি চায় আর আমার একটি আকর্ষনীয় দেহ আছে। তো, আমি যা চাচ্ছি সেটা হলো: আমার একজন সঙ্গী প্রয়োজন যে আমাকে হ্যারি পটার থিম পার্কে নিয়ে যাবে। যতক্ষণ আপনি চাবেন আমি আপনার গার্লফ্রেন্ডের মতো আচরণ করবো। হয়তো সফরের পর এই সম্পর্ক সত্যিকারের কিছুতে রূপ নিতে পারে। কিন্তু সেটা দেখা যাবে। ওপরে আমি যা কিছুর খরচ উল্লেখ করেছি আপনাকে এর সবটা দিতে হবে। এর পরিবর্তে আমি সকাল ও রাতে ‘সেক্সুয়াল ফেভার’ দিয়ে প্রতিদান দেবো। আমরা একই বিছানায় থাকতে পারি কিন্তু আমি চুমু দেয়া বা জড়িয়ে থাকা পছন্দ করি না। পার্কে হাত ধরে হাটতে কোন সমস্যা নেই। আমাকে শুধু সম্মান দেখাবেন আর আমিও আপনাকে সম্মান দেখাবো। সম্মানটাই আমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ। নিচে দেয়া আমার ছবিগুলো দেখুন আর চেহারার ছবি দেখতে চাইলে টেক্সট করুন! শিগগিরই কথা হবে।’ বিজ্ঞাপনের যে অসংখ্য জবাব মিলেছে তা ধরে নেয়াই যায়। কাজেই বিজ্ঞাপনটা এখন আর অনলাইনে নেই।
সুত্র: দ্যা সান, মিরর ইউকে