Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

45খোলা বাজার২৪ ॥ সোমবার, ২৩ নভেম্বর ২০১৫: এ কেমন পুলিশ! জম্মুর রাজৌরিতে মহিলা এসপিও-র কোলে উঠে বসে রয়েছেন পুরুষ পুলিশকর্মী! এমনই এক ছবি ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে সোস্যাল মিডিয়ায়। মুখ লুকোনোর জায়গা নেই পুলিশের। বাধ্য হয়ে শেষ পর্যন্ত ওই পুলিশকর্মীকে সাসপেন্ড করেছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।
বিতর্কের কেন্দ্রে উঠে আসা সাদা দাড়িওয়ালা পুলিশকর্মীর নাম জাকির হুসেন। এদিন হোয়াটসঅ্যাপ ও ফেসবুকে পোস্ট হওয়া দুটি ছবিতে দেখা গিয়েছে, বুধাল থানার ভিতরে চেয়ারে বসে থাকা অধস্তন মহিলা এসপিও-র কোলে উঠে বসেছেন হেড কনস্টেবল জাকির! ছবিতে সাদা পোশাকে আরও এক পুলিশকর্মীকে দেখা যাচ্ছে।
যদিও ঘটনাটি আজকের নয়। রাজৌরি-পুঞ্চ রেঞ্জের ডিআইজি এ কে আতরি সংবাদ সংস্থাকে বলেছেন, এ ঘটনা চলতি বছরের অগাস্টের। ছবিগুলি আমাদের নজরে আসতেই বুধাল থানায় কর্মরত জাকির হুসেন নামে ওই হেড কনস্টেবলকে আমরা সাসপেন্ড করেছি। তার এহেন লজ্জাজনক আচরণের জন্য তাকে জেলা পুলিশ লাইনে পাঠানো হয়েছে। রাজৌরির এসএসপি রাজেশ্বর সিংহ বলেছেন, সাদা পোশাকের পুলিশকর্মীকে কিছুদিন আগেই ডোডায় বদলি করে দেওয়া হয়েছে।
তবে কে ছবিটি তুলেছে বা ইন্টারনেটে পোস্ট করেছে, তাও খতিয়ে দেখছে পুলিশ।