Sun. Aug 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

2খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০১৫: সংসদে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ বলেছেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম নিরাপদ দেশ। তিনি আজ দশম জাতীয় সংসদের অষ্টম অধিবেশনের সমাপনী বক্তব্যে এ কথা বলেন।
সম্প্রতি বাংলাদেশে কয়েকটি দেশের নাগরিকদের চলাচলে সেসব দেশ থেকে সতর্কতা অবলম্বনের তাগিদের প্রেক্ষিতে বিরোধী দলের নেতা বলেন, বিদেশীদের জন্য বাংলাদেশ সবচেয়ে নিরাপদ দেশ। বিদেশীদের নিরাপত্তায় দেশের সরকার সবরকম ব্যবস্থাই নিচ্ছে।
তিনি দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সরকারকে বিরোধী দলের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার কথা ঘোষণা দেন। তিনি জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা যোগ্যতার সাথে মোকাবেলা করায় জাতিসংঘের চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার এবং ডিজিটাল বাংলাদেশ গড়ায় সাফল্যের স্বীকৃতি হিসেবে আইসিটি পুরস্কার অর্জন করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।
তিনি বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে দেশ জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবেলার পাশাপাশি তথ্য প্রযুক্তি খাতে অভাবিত উন্নয়ন সাধিত হয়েছে। সারাদেশে জনগণের কাছে তথ্য প্রযুক্তির সেবা অত্যন্ত সাফল্যের সাথে পৌঁছে দেয়া সম্ভব হয়েছে।
তিনি দেশের দু’জন বিদেশী নাগরিক হত্যা, তাজিয়া মিছিলে বোমা হামলাসহ সম্প্রতি দেশে ঘটে যাওয়া বিচ্ছিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান। তিনি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান। রওশন এরশাদ ঢাকা শহরের যানজট নিরসনে যথাযথ ব্যবস্থা নেয়ার বিশেষ করে ফুটপাতে হকার বসতে না দেয়া, যত্রতত্র দোকানপাট, বাজার না বসানো এবং সড়কে নির্মাণ সামগ্রী রাখতে না দেয়ার আহ্বান জানান।
তিনি দেশে বর্তমানে কয়েক কোটি বেকার রয়েছে উল্লেখ করে বলেন, এদের কর্মসংস্থানে নতুন নতুন শিল্পাঞ্চল গড়ে তোলার পরামর্শ দেন। তিনি বিদেশে কর্মরত বাংলাদেশীদের পাঠানো রেমিট্যান্স শিল্পখাতে বিনিয়োগের পরামর্শও দেন। তিনি মাদকদ্রব্য প্রতিরোধে যথাযথ ব্যবস্থা নেয়ারও আহ্বান জানান।

অন্যরকম