Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

7খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০১৫: ভারতের চিকিৎ‍সকদের শীর্ষ মহলের বৈঠক। ডাক্তারি নিয়ে নানা সমস্যার চুলচেরা হিসেবনিকেশ ও গুরুত্বপূর্ণ আলোচনা হবে সেখানে। গুরুত্বের নিরিখে এতটা জরুরি একটা মিটিং কেন খামোখা বিশ্বের যৌন পর্যটন ক্ষেত্রের রাজধানী হিসেবে স্বীকৃত পাটায়ায় আয়োজিত হল, তা নিয়ে প্রশ্ন উঠেছে ডাক্তার মহলেই।
ভিয়েতনাম যুদ্ধের পর থেকেই থাইল্যান্ড বিশ্ববাসীর কাছে সেক্স ট্যুরিজমের পারফেক্ট ডেস্টিনেশন। পাটায়া, ব্যাঙ্কক, ফুকের রাস্তায় পর্যটকদের জন্য যৌনতার ডালি সাজিয়ে অপেক্ষায় থাকেন ছেলে, মেয়ে এমনকী নাবালিকারাও। একটি হিসেব বলছে, ৩০ লাখেরও বেশি যৌনকর্মীর বাস থাইল্যান্ডে। এ হেন একটা জায়গাতেই আয়োজন করা হয়েছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের ন্যাশনাল এক্সিকিউটিভ পর্যায়ের বৈঠক। ২৭ ও ২৮ নভেম্বর পাটায়ায় বৈঠক করবেন দেশের নামি-দামী ডাক্তাররা। এখানেই উঠেছে প্রশ্ন।
ডাক্তাররাই বলছেন, এটি কোনও আন্তর্জাতিক পর্যায়ের বৈঠক নয়। মেডিক্যাল অ্যাসোসিয়েশনগুলির প্যান-এশিয়া বৈঠক নয়, এমনকী ভারত ও থাইল্যান্ডের মেডিক্যাল অ্যাসোসিয়েশনেরও বৈঠক নয়। সম্পূর্ণ দেশীয় বৈঠক। তাহলে কেন এই বৈঠকের আয়োজন পাটায়াতে করল ওগঅ। ওগঅ-র সভাপতি ডাঃ মার্থাণ্ডা পিল্লাইকে এই প্রশ্ন করে চিঠিও লিখেছেন ওগঅ-এর আজীবনের সদস্য তথা পঞ্জাব মেডিক্যাল কাউন্সিলের সভাপতি ডাঃ জিএস গ্রেওয়াল এবং ওগঅ পঞ্জাবের প্রাক্তন সভাপতি ডাঃ অরুণ মিত্র। চিঠিতে বলা হয়েছে, ‘ন্যাশনাল অক্সিকিউটিভ হল ওগঅ-র সর্বোচ্চ বডি, এর বৈঠকে দেশের ডাক্তারি পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের নানা সমস্যার গুরুত্বপূর্ণ আলোচনা হবে। এই বৈঠকের জন্য কাশ্মীর থেকে শুরু করে কন্যাকুমারী এবং কচ্ছ থেকে শুরু করে কোহিমায় পাহাড়-সমুদ্রে ঘেরা প্রচুর এমন জায়গা রয়েছে, যেখানে নিশ্চিন্তে আলোচনার পরিবেশ রয়েছে।’
চিঠিতে এমন গুরুত্বপূর্ণ বৈঠকের ভেন্যু পাটায়াতে করার জন্য তীব্র ক্ষোভপ্রকাশ করা হয়েছে। বলা হয়েছে, বেসরকারিভাবে পাটায়া বিশ্বের যৌন পর্যটনক্ষেত্রের রাজধানী হিসেবে স্বীকৃত, এধরনের বৈঠকের জন্য পাটায়া একেবারেই সঠিক স্থান নয়।
ওগঅ-র টাকায় পাটায়া গিয়ে টিকিট, হোটেল ও খাওয়াদাওয়ায় বিপুল খরচ নিয়েও প্রশ্ন তুলেছেন ডাক্তাররা। বৈঠকে আমন্ত্রিত আর এক ডাক্তার ওপিএস কান্ডে বলছেন, ‘আমি জানি না, কেন এই বৈঠক পাটায়ায় করার সিদ্ধান্ত নেওয়া হল। কোথা থেকে এতগুলো টাকা আসবে জানি না। আমি আমার স্ত্রীকে নিয়ে যাব, তাঁর খরচ দেব আমিই।