Sun. May 11th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

12খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০১৫: শিশুরা বাবা-মা, দাদা-দাদি, নানা-নানীর কাছে কত কিছুই না বায়না করে। কিন্তু সামান্য একজুড়া জুতার জন্য বায়না ধরে, এভাবে নিজেকে মৃত্যুর মুখোমুখি ঠেলে দিবে ছোট্ট শিশু তা কে জানতো?
জানা গেছে, রাজধানীর তেজগাঁওয়ের শাহীনবাগ এলাকায় ৬ বছরের শিশু সাকিব বাবার কাছে একজোড়া নতুন জুতা আবদার করে। কিন্তু সাকিবের বাবা তার পুরানো জুতা সেলাই করে এনে দিলে রেগে যায় সে। দীর্ঘ সময় কান্নাকাটির পর সাকিব খাটের স্ট্যান্ডে মধ্যে গামছা পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এসময় সাকিবের বোন মিনা ঘরে ঢুকে সাকিবকে খাটের স্ট্যান্ডের মাধ্য ঝুলতে দেখে দ্রুত তাকে উঁচু করে ধরে। পরে তার ডাকা চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে গামছা খুলে দেয়। এসময় সাকিবের বাবা মাজু মিয়াকে দোকানে ছিলেন।
পরে সাকিবকে মহাখালী মেট্রোপলিটন হাসপাতালে নেয়া হলে ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বাসায় পাঠিয়ে দেয়। এই ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যেরে সৃষ্টি হয়। ছোট্ট ছেলে সাকিবের এমনকান্ড দেখে বাবা-মা, ভাই-বোন সহ এলাকার মানুষ রীতিমত হতবম্ভ। সাকিবের বাবা জানান, জুতাটি সামান্য ছিড়ে যাওয়ায় আমি তা সেলাই করে দিয়েছি। কল্পনাও করতে পারিনি, সে এমন কাণ্ড ঘটাবে।
সম্প্রতি সাকিবের কাছে আত্মহত্যার চেষ্টা প্রসঙ্গে জানতে চাইলে সে বলে, আমি আমি রাতে নাটকে দেখেছি এমন করতে। নতুন জুতা পেয়ে ছোৃ.? সাকিবের মুখে হাসি হ্যা..। আব্বু আমাকে তিনটা জুতা কিনে দিছে। এখন আমি যা চাই আব্বু তাই দেয়।
এদিকে সাকিবের মা হোসনা বেগম বলেন, সারাদিন কাজ শেষে আমরা রাতে সাবাই মিলে নাটক দেখি সেখান থেকেই ও হয়তো শিখেছে। এই ঘটনার পর আমি বাসায় টিভি দেখা বন্ধ করে দিয়েছি।
স্থানীয়রা সচেতন মহল দাবি করেন, এসব ঘটনায় প্রমাণ করে ইন্ডিয়ান সিরিয়ালের কূফল হচ্ছে এগুলো। এসময় ঘটনার মধ্যদিয়ে আমাদের সমাজ ব্যবস্থার অধপত যে হয়েছে তা ই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়।