Wed. Aug 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

13খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০১৫: লুসি (২৮), সোফি (২৬) এবং স্টেসি (২৫) নামের তিন বোন স্বপ্নেও ভাবেননি যে, তাঁদের কয়েকটা ছবিই বদলে দেবে জীবন। এই তিন বোনের ছবিতেই যা হল তা স্রেফ কল্পনার বাইরে।
তাঁরা জানিয়েছেন, ছবি থেকে তাঁদের আয় হয়েছে ৭৫ হাজার পাউন্ড। ভারতীয় মুদ্রায় ৭৫৩৪৩৯৬.৮৪ টাকা।
আসলে তাঁরা উপহার বাবদ এই অর্থ পেয়েছেন। আর ওই উপহারগুলি এসেছে অজানা লোকজনের কাছ থেকে।
অনলাইনে নিজেদের ছবি পোস্ট করার জন্য তাঁরা এই উপহারগুলি পেয়েছেন।
ব্রিটেনে এখন দেখা যাচ্ছে যে, অনলাইনে যাঁদের সৌন্দর্য লোকজনকে মুগ্ধ করছে তাঁদের কাছে আসছে দামী দামী উপহার।
যাঁদের কাছ থেকে উপহারগুলি এসেছে তাঁদের সঙ্গে ওই তিনবোনের বাস্তবে দেখা হওয়াটা কার্যত অসম্ভব।
তা সত্ত্বেও তাঁদের কাছে দামী দামী উপহার এসেছে।
অনলাইন দুনিয়া লক্ষ লক্ষ মানুষের জীবন বদলে দিয়েছে। কখনও ভালো, কখনও খারাপ।

অন্যরকম