খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০১৫: জাপানি নারী হিরোয়ি মিয়াতাকে (৬১) হত্যার ঘটনায় আজ মঙ্গলবার সংবাদ সম্মেলন ডাকার পর তা বাতিল করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। জাপান দূতাবাসের অনুরোধে সংবাদ সম্মেলনটি বাতিল করা হয় বলে পুলিশ জানিয়েছে।
এর আগে ডিএমপির পক্ষ থেকে পাঠানো মুঠোফোনের খুদেবার্তায় সংবাদ সম্মেলনের কথা জানানো হয়। আজ বেলা ১১টার দিকে রাজধানীর মিন্টো রোডে ওই সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল।
নামপ্রকাশে অনিচ্ছুক ডিএমপির দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, জাপান দূতাবাসের অনুরোধে সংবাদ সম্মেলনটি বাতিল করা হয়। জাপান দূতাবাসের পক্ষ থেকে পুলিশের মহাপরিদর্শককে সংবাদ সম্মেলনটি না করার জন্য অনুরোধ জানানো হয়। এর পরই তা বাতিল করা হয়।
পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার বিধান ত্রিপুরা সংবাদ সম্মেলনে যোগ দেওয়ার জন্য এসেছিলেন। পরে তিনি চলে যান।
হিরোয়ি মিয়াতা (৬১) নামে এক জাপানি নারীকে হত্যার অভিযোগে রাজধানীর উত্তরা পূর্ব থানায় গতকাল ছয়জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। প্রায় ২৪ দিন ধরে মিয়াতা নিখোঁজ ছিলেন উল্লেখ করে ১৯ নভেম্বর জাপান দূতাবাসের এক কর্মকর্তা উত্তরা পূর্ব থানায় জিডি করেন। পরে জানা যায়, ২৯ অক্টোবর মিয়াতা মারা গেছেন।
পুলিশ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, প্রায় ১০ বছর ধরে ঢাকায় ছিলেন হিরোয়ি। দীর্ঘদিন ধরে তিনি উত্তরা ৬ নম্বর সেক্টরে সিটি হোমস নামে একটি আবাসিক হোটেলে থাকতেন। ঢাকার কয়েক ব্যক্তির সঙ্গে ব্যবসায়িক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন তিনি। এ ছাড়া জাপান সরকারের পেনশনও পেতেন।