Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

28খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০১৫: সালাউদ্দিন কাদের চৌধুরী ও মুজাহিদ দুজনকেই পাকিস্তান প্রেমিক হিসেবে উল্লেখ করেছেন পাকিস্তান জামায়াতে ইসলামের নেতা সিরাজুল হক। এক সমাবেশে সিরাজুল হক বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই নেতার একমাত্র অপরাধ ছিল পাকিস্তান ও এর আদর্শ এবং দেশটির প্রতি প্রেম। এই পাকিস্তান প্রেমের কারণেই তাদের ফাঁসি দেওয়া হয়েছে। পাকিস্তানের প্রতি ভালবাসার কারণেই মানবতাবিরোধী অপরাধে সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছে দেশটির দুটি রাজনৈতিক দল। শুধু তাই নয়, দল দুটির পক্ষ থেকে বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়েও আপত্তিকর মন্তব্য করা হয়েছে। এ দল দুটি হচ্ছে পাকিস্তান মুসলিম লীগ (কিউ) ও জামায়াতে ইসলাম।
সালাউদ্দিন কাদের-মুজাহিদের মৃত্যুদণ্ডে পাকিস্তান সরকার কেন নিশ্চুপ ভূমিকা পালন করছে জানতে চেয়ে তিনি বিস্ময় প্রকাশ করেন। তার দাবি, পাকিস্তান-ভারত ও বাংলাদেশের সঙ্গে যে ত্রিপক্ষীয় চুক্তি হয়েছিল, এই মৃত্যুদণ্ড সেই চুক্তির লঙ্ঘন।
সিরাজুল হক বলেন, শেখ হাসিনা সরকার পাকিস্তান সমর্থক লোকদের একে একে সরিয়ে দিচ্ছে। জামায়াতে ইসলামীর বেশ কয়েকজন নেতাকে ইতিমধ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। কিন্তু তারপরও ইসলামাবাদের শাসকরা চুপ করে আছে।
সালাউদ্দিন কাদের-মুজাহিদ পাকিস্তানের জন্যই মৃত্যুবরণ করেছেন এবং বাংলাদেশ সরকারের কাছে প্রাণভিক্ষা চাননি উল্লেখ করে এই জামায়াত নেতা বলেন, এই বীরেরা বাংলাদেশে শাসনরত ভারতীয় দালালদের কাছে প্রাণভিক্ষার চেয়ে মৃত্যুকে শ্রেয় হিসেবে গ্রহণ করেছেন।
সালাউদ্দিন কাদের চৌধুরীকে ব্যক্তিগত ভালো বন্ধু হিসেবে দাবি করেছেন পাকিস্তান মুসলিম লীগের (কিউ) মহাসচিব ও পার্লামেন্টের সদস্য মুশায়িদ হুসেইন সাঈদ। তিনি সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডকে বিচারবিভাগীয় হত্যা বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, এই আদালত তাকে এমন অপরাধে দণ্ড দিয়েছে, যে অপরাধে সে সংশ্লিষ্ট ছিল না।