খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০১৫: সৌদি আরবের রাজধানী জেদ্দার একটি ক্লিনিক থেকে দুই বছরের শিশু কন্যা অপহৃত হওয়ার পর তার খোঁজ দিতে পারলে ১০ লাখ সৌদি রিয়াল পুরস্কারের ঘোষণা করা হয়েছে।
জুরি আল-খালদি নামের ছোট্ট এই শিশু কন্যাকে গত শুক্রবার বিকেলে অপহৃত হয়।
ক্লিনিকে তার মায়ের চিকিৎসা চলাকালে শিশুটির বাবা ক্লিনিকের বাইরে কাছেই একটি দোকানে গিয়েছিলেন কিছু জরুরি কেনাকাটা করতে।
ক্লিনিকের এক নারী কর্মী জানায়, একজন লোক শিশুটির সাথে খানিকক্ষণ খেলা করে তারপর তাকে নিয়ে বেড়িয়ে যান। এই কর্মচারি প্রথমে তাকে আত্মীয় ভেবে কিছু বলেন নি লোকটিকে। পরে হঠাৎ সন্দেহ হলে তিনি ছুটে ক্লিনিকের বাইরে গিয়েও গাড়িটি শনাক্ত পারেন নি।
তার বাবা ফিরে এসে জানতে পারেন তার কন্যাকে পাওয়া যাচ্ছে না।