Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

44খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০১৫: বর্ণাঢ্য আয়োজনের মধ্যে বেলুন উড়িয়ে ৫ দিনব্যাপি ব্যাংকিং মেলার উদ্বোধন করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজধানীর বাংলা একাডেমী প্রাঙ্গণে আয়োজিত ব্যাংকিং মেলার শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আতিউর রহমান।
অনুষ্ঠানে উদ্বোধনের আগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘ক্ষুদ্র সঞ্চয় দেশকে সামনের দিকে এগিয়ে নিতেসাহায্য করবে। কারণ ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় বৃহৎ বিনিয়োগ সৃষ্টি করে।’
বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, যারা দিনরাত্রি পরিশ্রম করে আজকের এই মেলা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ। এসময় তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা আবৃত্তি করে মেলার উদ্বোধনের ঘোষণা দেন। জাতি ও দেশকে কিছু দেয়ার প্রত্যয় নিয়ে আজ বাংলাদেশ ব্যাংকিং মেলার উদ্বোধন করা হলো।
বাংলাদেশ ব্যাংকের ডেপুনি গভর্নর ড. সিতাংশু কুমার সুর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাহবুব আহমেদ, ব্যাংক ও আর্থিক বিভাগের সচিব ড. এস আসলাম আলম, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান প্রমুখ।
এরপর গভর্নর ড. আতিউর রহমান বাংলা একাডেমী প্রাঙ্গণে বিভিন্ন ব্যাংকের স্টল ঘুরে ঘুরে পরিদর্শন করেন।