খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০১৫: ফের আরেক ট্যাক্সি চালকের কান্ড নিয়ে সরগরম রাজধানী দিল্লি।
ট্যাক্সিতে মহিলা যাত্রীকে ধর্ষণের ঘটনার রেশ চলছেই। তার মধ্যেই ফের বিতর্ক। এবার জোর করে মহিলা যাত্রীকে চুম্বন করার অভিযোগ উঠল ট্যাক্সি-চালকের বিরুদ্ধে। তরুণীর অভিযোগে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ট্যাক্সি চালককে।
ঘটনায় প্রকাশ, ২১ বছর বয়সী, পেশায় নৃত্যশিল্পী ওই তরুণী অভিযোগে জানিয়েছেন, গত শনিবার দিল্লি থেকে গুরগাঁও যাওয়ার জন্য তিনি ট্যাক্সি ‘বুক’ করেছিলেন। চালক তাঁকে গন্তব্যে নিরাপদেই পৌঁছে দেয়। কিন্তু, তারপরই বাধে বিপত্তি। তরুণীর কথায়, আমার সঙ্গে তিনটি ব্যাগ ছিল। চালক দুটি ব্যাগ নামিয়ে দেওয়ার পর আমি তৃতীয় ব্যাগটি চাইলে, বিনোদ নামে ওই চালক বলে, সে আমার সঙ্গে হাত মেলাতে চায়। আমিও বিশ্বাস করে হাত বাড়িয়ে দিই।’ তরুণীর অভিযোগ, চালক তাঁর হাত ধরে চুম্বন করে বলে ‘নাইস টু মিট ইউ ম্যাম’। এখানেই শেষ নয়, হাত ছাড়িয়ে নিতে চাইলে ওই চালক তাঁর হাত শক্ত করে ধরে ফের চুম্বন করার চেষ্টা করে বলেও অভিযোগ করেন তরুণী।
এই ঘটনায় ক্ষুব্ধ তরুণী ও তাঁর পরিবার ট্যাক্সি চালক নিয়ন্ত্রক সংস্থার কাছে অভিযোগ জানায়। কিন্তু, সংস্থার তরফে কোনও সদুত্তর না আসায় পরের দিন অর্থাৎ রবিবার, তরুণীর ভাই সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকে তাঁর ক্ষোভ উগরে দিয়ে সংস্থার উদ্দেশ্যে খোলা চিঠি লেখেন। সেখানে তিনি বলেন, গোটা ঘটনা জানানো সত্বেও সংস্থা থেকে কোনও ব্যবস্থাগ্রহণ করা হয়নি। এমনকী, অভিযুক্ত চালকের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তাও জানানো হয়নি।
সোশ্যাল মিডিয়ায় বিষয়টি আগুনের মতো ছড়িয়ে পড়ে। সংস্থার পক্ষ থেকে তরুণীর ভাইয়ের অভিযোগ অস্বীকার করে জানিয়ে দেওয়া হয় যে, ইতিমধ্যেই ওই চালককে সাসপেন্ড করা হয়েছে এবং তার বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে।
এদিকে, সোমবার রাতে ৪০-বছর-বয়সী চালক বিনোদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তরুণী। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪এ ধারায় (শ্লীলতাহানি) অভিযোগ দায়ের করা হয়। এরপরই মঙ্গলবার, বিনোদকে গ্রেফতার করে গুরগাঁও পুলিশ। তাদের দাবি, অভিযুক্ত তরুণীর হাতে চুম্বন করার বিষয়টি স্বীকার করেছে। চালকের দাবি, কৃতজ্ঞতাস্বরূপ সে এই কাজ করেছে।