Sun. Apr 20th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
Begumrokeyauniversitybg20150504112502
খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০১৫:রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০১৫-১৬ শিক্ষা বর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ২৬ নভেম্বর থেকে ডাউনলোড করা যাবে। আর এবারের ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে ৪ শিফটে অনুষ্ঠিত হবে বলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোর্শেদ উল আলম রনি নিশ্চিত করেছেন।সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একেএম নুর উন নবী’র সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়।
বিশ্ববিদ্যালয়ের তথ্য কর্মকর্তা মোহাম্মদ আলী জানান,‘৬ ডিসেম্বর কলা অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষা সকাল ১০ টায়, দ্বিতীয় শিফটের দুপুর ১২ টায়, তৃতীয় শিফটের দুপুর ২ টায়।৭ ডিসেম্বর সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষা সকাল ১০ টায়, দ্বিতীয় শিফটের দুপুর ১২ টায়, তৃতীয় শিফটের দুপুর ২ টায়।৮ ডিসেম্বর বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষা সকাল ১০ টায়, দ্বিতীয় শিফটের দুপুর ১২ টায়, একই দিনে জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের অর্ন্তভুক্ত ‘এফ’ ইউনিটের পরীক্ষা দুপুর ২ টায়।১০ ডিসেম্বর বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষা সকাল ১০ টায়, দ্বিতীয় শিফটের দুপুর ১২ টায়,একই দিনে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ই’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষা দুপুর ২ টায় ও দ্বিতীয় শিফটের পরীক্ষা বিকেল ৪ টায় অনুষ্ঠিত হবে।’যে ভাবে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে:
টেলিটকের http://brur.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত স্থানে ঝগঝ এর মাধ্যমে প্রাপ্ত User ID ও  password দিয়ে Submit করে ২ কপি প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট (রঙ্গিন কপি) করে নিতে হবে। প্রবেশপত্র দুটির নির্ধারিত স্থানে আঠা দিযে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ল্যাব প্রিন্ট ২ কপি (রঙ্গিন) ছবি আটকিয়ে দিতে হবে। স্বাক্ষরের নির্ধারিত স্থানে স্পষ্ট করে স্বাক্ষর দিতে হবে।ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটwww.brur.ac.bd অথবা www.admission.brur.ac.bd তে পাওয়া যাবে।তথ্য কর্মকর্তা আরো জানান,২৬ নভেম্বর সকাল ১০ টা থেকে পরীক্ষা চলার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভর্তিচ্ছুকরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।পরীক্ষার্থীকে অবশ্যই প্রবেশপত্র দুটি পরীক্ষার হলে আনতে হবে। কক্ষ পরীদর্শকগণ প্রবেশপত্র দুটি যাচাই-বাচাই করে এক কপি জমা নিবেন।’জানা যায়, ৬, ৭, ৮ ও ১০ ডিসেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত ২৫ নভেম্বর এ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আবেদন করার শেষ সময় ছিলো।