খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০১৫: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন আইএসকে জামায়াত-শিবির প্রত্যক্ষভাবে ম“ দিচ্ছে। ‘যারা জঙ্গি, তারাই জেএমবি, তারাই আনসারুল্লাহ, তারাই আইএস বরে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, নানাভাবে নানা নামে তারা আত্মপ্রকাশ করে। আমরা তাদের কার্যক্রম নিয়ন্ত্রণ করছি।’
আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এ কথা বলেন। আইএস ও জামায়াত কি এক, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি তো বললামই, তারা নানা নামে, নানা ভাবে আসছে। আমি বলছি গোড়াটা এক।’
কিন্তু আইএস সম্প্রতি তাদের ম্যাগাজিনে জামায়াতের এক নেতাকে মুরতাদ বলেছে। তাহলে কি করে আইএস ও জামায়াত এক হয়, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই মুহূর্তে কে কার সঙ্গে আছে আমি ঠিক জানি না। আমি বলছি গোড়াটা এক।’