খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০১৫: শীতকাল আসলেই ত্বকের আরও এক ভিন্ন রূপ দেখা যায়। শীতের প্রভাব যেন আমাদের অঙ্গজুড়ে বইতে থাকে। যার ফলে আমাদের ত্বকের খুব ভালভাবে যতœ নেয়া উচিত।
এ সময় ঠিকমত যতœ না নিলে শরীরের চামড়া ফেটে যায় এবং এতে ময়লা প্রবেশ করে। যার ফলে শরীরে বিভিন্ন ধরণের রোগ বাসা বাঁধে। আসুন এই শুষ্ক ত্বক প্রতিরোধের উপায় জেনে নেয়া যাক-
১. হালকা গরম পানি দিয়ে ২০ মিনিটের একটি গোসল আপনাকে আরাম বোধ করতে সাহায্য করবে। তবে এর বেশি সময় গরম পানিতে থাকার প্রয়োজন নেই। এতে আপনার চুল রুক্ষ হয়ে যেতে পারে।
২. আপনার হাত ও পায়ের জন্য লোশন ব্যবহার করুন। যাতে হাত ও পায়ের ত্বক কোমল থাকে ও ফেটে না যায়। বাহিরে বের হবার সময় অবশ্যই মোজা পরিধান করুন। এতে ময়লার সমস্যা থেকে বেঁচে যাবেন। অনেক সময় ফেটে যাওয়া স্থানে ময়লাযুক্ত হয়ে প্রবল ব্যথার সৃষ্টি করে।
৩. মাথার স্ক্যাল্পের শুষ্কতা দূর করার জন্য নারিকেল তেলের ব্যবহার করুন। এক্ষেত্রে প্রাকৃতিক যে কোনো ধরণের তেল ব্যবহার করতে পারেন, যা ভিটামিন ই দিয়ে সমৃদ্ধ।
৪. শীতে সবার আগে ঠোঁট ফেটে যায়। তাই ঠোঁটে সবসময় লিপজেল ব্যবহার করুন।
৫. একটি বায়োটিন ডায়েট করার চেষ্টা করুন। যাতে ভিটামিন বি-৭ এর পরিমাণ বেশি থাকে।
৬. শীতের সময় হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাবেন না। এতে চুলে আরও বেশি রুক্ষতা বৃদ্ধি পায়।