খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০১৫: জীবনের নিরাপত্তা চেয়ে লেখক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মুনতাসীর মামুন থানায় সাধারণ ডায়েরি করেছেন।
গত রবিবার রাজধানীর ধানমণ্ডি থানায় তিনি নিজেই বাদি হয়ে একটি জিডি দায়ের করেন। জিডি নম্বর ১০৬৮। জিডিতে তিনি বলেছেন, গত বেশ কিছুদিন ধরে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমসহ বেশ কয়েকটি জঙ্গি সংগঠন তাদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে হত্যার হুমকি দিচ্ছে। আমার নামে নানারকম মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। বারবার এই ধরণের হুমকিতে আমি ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে শঙ্কিত।
এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি।
এ ব্যাপারে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নূরে আযম মিয়া সাংবাদিকদের বলেন, থানায় জিডি দায়েরের পর মুনতাসীর মানুমের বাসার আশেপাশে পুলিশ বিশেষ নজরদারি করছে।
পুলিশের টহল ও পেট্রোল পার্টির সদস্যদের এ বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে।