খোলা বাজার২৪ ॥ বুধবার, ২৫ নভেম্বর ২০১৫: ‘জিহাদি জন’ নাম ব্যবহার করে ইন্টারনেটে আইএস এর নামে প্রচার চালানোর অভিযোগে ঢাকায় একজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) মুনতাসিরুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে ঢাকার বাড্ডা থেকে নাহিদ হোসেন নামের ওই তরুণকে গ্রেপ্তার করা হয়।
নাহিদ কীভাবে কী ধরনের প্রচার চালাচ্ছিলেন, আইএসের সঙ্গে তার আদৌ কোনো যোগাযোগ রয়েছে কি না- সে বিষয়ে কোনো তথ্য দেননি মুনতাসিরুল।
তিনি বলেন, বুধবার সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।
কুয়েতি বংশোদ্ভূত ব্রিটিশ জঙ্গি জিহাদি জনের প্রকৃত নাম মোহাম্মেদ ইমওয়াজি। আইএসের বিভিন্ন ভিডিওতে তাকে ছুরি হাতে পশ্চিমা বন্দিদের হত্যা করতে দেখা যায়। এরপর তাকে ধরার জন্য বিশ্বব্যাপী অভিযান শুরু হয়।
সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর রাকায় চলতি মাসের মাঝামাঝি এমনই এক অভিযানে ‘জিহাদি জন’ নিহত হন বলে যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর তথ্য।
বাংলাদেশে আইএস- এর তৎপরতার প্রমাণ পাওয়া যায়নি বলে সরকারের পক্ষ থেকে বলা হলেও বিভিন্ন সময়ে সন্দেহভাজন জঙ্গিদের গ্রেপ্তার করে তাদের আইএস সংশ্লিষ্টতার কথা বলা হয়েছে পুলিশের পক্ষ থেকেই।
বাংলাদেশে মধ্যপ্রাচ্যের এই জঙ্গি সংগঠনের কথিত সমন্বয়ক সাখাওয়াতুল কবিরসহ চার সদস্যের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মঙ্গলবার ঢাকার আদালতে অভিযোগ গঠনও হয়েছে।
আইএস এর জঙ্গিরা বাংলাদেশে একজন ‘আঞ্চলিক নেতার অধীনে’ নতুন হামলার জন্য সংগঠিত হচ্ছে বলে দাবি করা হয়েছে উগ্রপন্থি এই দলের মাসিক পত্রিকা ‘দাবিক’ এর সর্বশেষ সংখ্যায়।
তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল মঙ্গলবারও সাংবাদিকদের বলেছেন, “আমি খুব জোর গলায় বলব, আমাদের দেশে সাংগঠনিকভাবে আইএস ধরনের কোনো কিছুর অস্তিত্ব নেই।
“এখানে কিছু কিছু জঙ্গি মাথাচাড়া দিয়ে উঠত- জেএমবি নামে, আনসারুল্লাহ বাংলা টিম নামে, নানান নামে। এখন আর সেই ধরনের সাংগঠনিক কায়দায় কিংবা সে ধরনের নেই কেউ। সবাইকে ধরেছি। আনসারুল্লাহ বাংলা টিম বলেন, জেএমবি বলেন। তাদের কর্মকাণ্ড আমরা নিয়ন্ত্রণ করেছি।”