খোলা বাজার২৪ ॥ বুধবার, ২৫ নভেম্বর ২০১৫: মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর আপিল আবেদনের শুনানি ষষ্ঠ দিনের মতো শুরু হয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে। আজ বুধবার সকাল ৯টা ১০ মিনিটে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চে এ শুনানি শুরু হয়।
বেঞ্চের অন্য তিন সদস্যরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এর আগে মঙ্গলবার ওই বেঞ্চে পঞ্চম দিনের মতো নিজামীর আপিল শুনানি অনুষ্ঠিত হয়।