খোলা বাজার২৪ ॥ বুধবার, ২৫ নভেম্বর ২০১৫: সাধারণত ভাবা যারা যৌন দৃশ্য দেখতে আগ্রহী তারাই পর্নো দেখেন বেশি। কিন্তু বাস্তবে এক গবেষণায় দেখা গেছে এর উল্টো চিত্র। অর্থাৎ যারা পর্নো নিয়ে খুব একটা মাতামাতি করেন না। পর্নো বিষয়ে সংযমী। তারাই লুকিয়ে বেশি পর্নো দেখেন।
ডব্লিউ ডব্লিউই ডব্লিউ ডট বাসেল ডট কম একটি সমীক্ষা চালিয়েছিল। এতে ১৯৯৮ জন পুরুষকে নিয়ে সমীক্ষা চালানো হয়।
এই সমীক্ষায় পুরুষদের তিনটি বিভাগে ভাগ করা হয়েছিল। একদল, যারা বেশি যৌন আগ্রহী। একদল যাদের যৌন সংসর্গের অভিজ্ঞতা রয়েছে। আর একদল, যারা যৌনতা নিয়ে সংযমী।
এই তিন বিভাগের পুরুষদের মধ্যে সমীক্ষার পর দেখা গিয়েছে, যারা বেশি যৌনতা মুখে পছন্দ করেন, তারা কিন্তু আদৌ খুব একটা পর্নোগ্রাফি দেখতে আগ্রহী নন। বরং, যারা সংযমী বেশি, তারাই লুকিয়ে পর্নোগ্রাফিটা দেখেন।
কি বলেবন, এটাকে? কেমন চরিত্র আমাদের? যারা মুখে এবং হাবে ভাবে যৌন সংযমী, আসলে লুকিয়ে লুকিয়ে পর্নো দেখছে তারাই!