Fri. Mar 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

16খোলা বাজার২৪ ॥ বুধবার, ২৫ নভেম্বর ২০১৫: পুরুষ কোন অভিভাবক সাথে না থাকায় সৌদি আরবে এক নারীকে এ্যাপার্টমেন্ট ভাড়া দিতে অস্বীকৃতি জানানো হয়েছে।
চল্লিশোর্ধ এই নারী জানান, তিনি জেদ্দায় ছুটি কাটাতে এসে হত বিহ্বল হয়ে পড়েন যখন রিসেপশন কর্মকর্তা তাকে জানান পুরুষ অভিভাবক সাথে না থাকলে তাকে এ্যাপার্টমেন্ট ভাড়া দেয়া হবে না। আসবাবপত্র সমেত একটি বাসা ভাড়া নেবার অনুরোধ তাই রাখা হয় নি।
তিনি তার দুই সন্তানকে নিয়ে জেদ্দায় ছুটি কাটাতে এসেছিলেন। সাথে ছিলেন তার বয়োবৃদ্ধ মা, ভাবী ও বোন। তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, তার কাছে সঠিক পরিচয়পত্র থাকা সত্বেও দায়িত্বরত কর্মকর্তা তা দেখেও এ্যাপার্টমেন্ট ভাড়া দিতে অস্বীকৃতি জানান।
পরবর্তীতে তিনি জেদ্দায় অবস্থানরত তার এক ভাগ্নেকে ডেকে আনলে সে অভিভাবক হিসেবে স্বাক্ষর করে চলে যায়। কিন্তু রিসেপশন থেকে বলা হয় পুরুষসঙ্গীকে তাদের সাথে থাকতে হবে। নতুবা তিনি ভাড়া পাবেন না।
সে সময় রিসেপশন কর্মকর্তাকে এ্যাপার্টমেন্ট ভাড়া নেবার জন্য নারীর সাথে একজন পুরুষকে থাকতেই হবে এমন বাধ্যবাধকতা আইনে নেই জানালে ওই কর্মকর্তা তাকে বলেন, ভবন মালিকের নির্দেশনা অনুযায়ী কাজ করছেন। এছাড়া তাদের কিছু করার নেই।
এ সময়ে তিনি এমনও বোঝাতে চেষ্টা করেন, আইন নারীদের রক্ষার নির্দেশনা দেয়, কিন্তু কোনো নিরুপায় নারীকে রাতের বেলা বিপদজনক এমন অবস্থার দিকে ঠেলে দেয়ার ব্যাপারে কোনো নির্দেশ অবশ্যই দেয়নি। তার চেয়ে বরং অভিভাবক ছাড়াই এ্যাপার্টমেন্ট ভাড়া দেয়া উচিৎ। কিন্তুই ওই সৌদি নারীর কোনো কথায় তারা কর্ণপাত করেন নি।
বাধ্য হয়ে সারারাত এই অবস্থায় অসহায়ের মত রিসেপশনেই দাঁড়িয়ে থাকতে হয় পরিবারটিকে।
এদিকে সৌদি পর্যটন কমিশন বলছে, বাসা ভাড়া নিতে হলে পুরুষ অভিভাবককে সাথে থাকতেই হবে এমন কোন নির্দেশনা পর্যটন সনদেও নেই। উপরন্তু কোনো পুরুষ সাথীহীন নারীকে ভাড়া নিতে বাধা দিলে সনদ ভঙ্গের অভিযোগে অভিযুক্ত হবেন যে কোন প্রতিষ্ঠান।
পরিচয় প্রমাণের প্রয়োজনীয় কাগজপত্র থাকলে পুরুষ ও নারী যে কেউ এ্যাপার্টমেন্ট ভাড়া নিতে পারবেন সৌদি আইনে এর নিশ্চয়তা রয়েছে। এছাড়া পরিচয়পত্রহীন কোনো পরিচারিকা আইনগত অভিভাবকহীন অবস্থায় ভাড়া নিতে পারবেন যদি তার পক্ষে যে কেউ চাহিদা অনুযায়ী কাগজপত্র জমা দিয়ে থাকেন। সৌদি নাগরিক এবং ভিনদেশি পর্যটক সকলের জন্যেই এই আইন প্রযোজ্য। কেউ অধিকার বঞ্চিত হলে সৌদি কমিশন গ্রাহকের অভিযোগ গুরুত্বের সাথে নিয়ে ঘটনার তদন্ত করতে বাধ্য এবং অভিযোগ প্রমাণিত হলে আর্থিক জরিমানা দিতে হবে প্রতিষ্ঠানটিকে।