
সোফিয়ার ইচ্ছা পূরণ করার জন্য মুরাদ আর তাঁর বাহিনীকে রীতিমতো মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে। লেবানীয় বংশোদ্ভূত এই ডিজাইনার নিজেও দারুণ খুশি এমন একটা পোশাক বানাতে পেরে। শুধু পোশাকেই নয়, সোফিয়া কানে পরেছেন ৫৫ ক্যারেটের হিরের দুল। চুল আর কবজিতেও ছিল দামি অলংকার। সব ছাপিয়ে চোখে পড়েছে সোফিয়ার পোশাকটাই। আর যখন জানা গেছে এই পোশাক বানাতে ৩২ জন লোক দেড় হাজার ঘণ্টার বেশি সময় ধরে শ্রম দিয়েছেন, সবাই যেন আসলেই থ মেরে গেছেন।