Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

 

20151125 - AIBL ATM BB Press (1)খোলা বাজার২৪ ॥ বুধবার, ২৫ নভেম্বর ২০১৫: ব্যাংকিং সেবাকে মানুষের দ্বারপ্রান্তে পৌঁছে দেয়ার লক্ষ্যে ভ্রাম্যমান (মোবাইল) এটিএম বুথ নিয়ে এলো আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। ২৫ নভেম্বর, ২০১৫ বুধবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এটিএম বুথের উদ্বোধন করেন। বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয় প্রাঙ্গনে ভ্রাম্যমান এটিএম বুথ উদ্বোধনকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস. কে. সুর চৌধুরী, মোঃ আবুল কাশেম, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বদিউর রহমান এবং পরিচালক আলহাজ্জ আব্দুল মালেক মোল্লা। ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক এ.এফ.এম. আসাদুজ্জামান, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম এবং মোঃ ফজলুল করিম উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি হিসেবে গভর্নর ড. আতিউর রহমান মোবাইল এটিএম বুথকে সবার ঘরে ঘরে ব্যাংকিং সেবা পৌঁছে দেয়ার অন্তর্ভূক্তিমূলক অর্থায়নের এক নবতর কৌশল বলে উল্লেখ করেন। তিনি বলেন শুরুতে ব্যয়বহুল হলেও এ সেবা পরবর্তীতে আর্থিকভাবে লাভজনক হতে পারে। এক্ষেত্রে উন্নততর প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করতে হবে। ভ্রাম্যমান এই এটিএম বুথকে এমন সব স্থানে সেবা পৌঁছে দিতে হবে যেখানে সহজে ব্যাংকিং সেবা পৌঁছায় না। এটিকে শুধু ব্যবসা হিসেবে নয়, একটি সামাজিক দায়িত্ব হিসেবে গুরুত্বের সাথে চলমান রাখতে হবে। এই মোবাইল এটিএম বুথ বিভিন্ন মেলা, বইমেলা, বাণিজ্যমেলাসহ গ্রামে-গঞ্জে সেবা দেবে। আমরা চাই দেশের প্রতিটি ‘গ্রোথ সেন্টার’-এ এই এটিএম বুথ পৌঁছে দিতে হবে। এটিকে বিভিন্ন ফ্যাক্টরি, শিল্প কারখানা, গার্মেন্টসসহ স্কুল-কলেজ-বিশ^বিদ্যালয়েও স্থাপন করা যেতে পারে। আমরা স্বপ্ন দেখছি, গ্রামে গঞ্জে সর্বত্র ই-কমার্সের বিরাট প্রসার ঘটানোর। সেই প্রসারের অগ্রযাত্রায় এই মোবাইল এটিএম বুথ নিঃসন্দেহে বিরাট ভূমিকা রাখবে।
আমি সব সময় বলি, মানুষ ব্যাংকের কাছে নয় বরং ব্যাংক মানুষের কাছে পৌঁছে যাবে। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এ উদ্যোগ সেই মানুষের কাছে পৌঁছে যাওয়ার ক্ষেত্রে একটি উদাহরণ হয়ে থাকবে। আমি মনে করি অন্যান্য ব্যাংকসমুহও এ উদ্যোগকে দৃষ্টান্ত হিসেবে নেবে এবং উৎসাহিত হবে।
ব্যাংকের চেয়ারম্যান বদিউর রহমান বলেন, এটিএম সেবাকে জনপ্রিয় করার মাধ্যমে ব্যাংকিং সেবাকে মানুষের হাতের নাগালে পৌঁছে দেয়ার লক্ষ্যে এ নতুন কার্যক্রম চালু করা হলো। আমাদের দেশে এখনও অনেক মানুষই এটিএম মেশিন ব্যবহারে অভ্যস্ত হয়ে ওঠেনি। নতুন বুথ উদ্বোধনের ফলে অনগ্রসর ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠিকে এ সার্ভিসের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া সম্ভব হবে। মোবাইল এটিএম বুথের আরেকটি উল্লেখযোগ্য দিক হলো এর ব্র্যান্ডিং ভ্যালু অর্থাৎ প্রচারণী সুবিধা। নতুন সেবাটি সম্পর্কে আগ্রহী হয়ে আরও অধিক সংখ্যক জনগোষ্ঠি ব্যাংকিং ধারায় ফিরবে বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান বলেন, এটিএম সেবাকে জনপ্রিয় করা এবং ব্যাংকিং সেবাকে মানুষের হাতের নাগালে পৌঁছে দেয়ার লক্ষ্যে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক বিভিন্ন সময়ে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে থাকে। নতুন উদ্বোধনকৃত ভ্রাম্যমান এটিএম বুথের মাধ্যমে গ্রাহকবৃন্দ উপকৃত হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, ব্যাংকের যেসব শাখার ৩-৫ কিলোমিটারের মধ্যে কোনো এটিএম বুথ নেই, সেসব এলাকায় নতুন উদ্বোধনকৃত মোবাইল এটিএম বুথ জনগনকে সেবা প্রদান করবে। এছাড়া বিভিন্ন জনবহুল এলাকা, হাট-বাজার, মেলা ইত্যাদি স্থানেও এ এটিএম বুথ প্রয়োজনানুযায়ী সেবা প্রদান করবে। এ বুথ থেকে গ্রাহক অন্যান্য এটিএম বুথের মতোই প্রয়োজনীয় মুহূর্তে টাকা উত্তোলন করতে পারবেন।