খোলা বাজার২৪ ॥ বুধবার, ২৫ নভেম্বর ২০১৫: আমি মুসলিম, সন্ত্রাসী নই’ কানাডার দুই মুসলিম তরুণের গান ঝড় তুলেছে ইউটিউবে। ফ্রান্সে সন্ত্রাসী হামলার পর আপলোড করা ভিডিওটি এক সপ্তাহে ৭.৮ মিলিয়ন ইউজার দেখেছেন।
দীন স্কোয়াড নামের ইউটিউব চ্যানেল থেকে আপ করা হয় ভিডিওটি। চ্যানেলটির মালিক জায়েদিন ও কার্টার জাহের নামের দুই তরুণ। ভিডিওটিতে এ দুজনই পারফর্ম করেছেন। চ্যানেলটি মূলত র্যাপ সঙ্গীতের। জায়েদিন ও জাহের কানাডার পরিচিত র্যাপ শিল্পী।
জানা যায়, বিশ্বব্যাপী মুসলিমদের প্রতি বিরূপ ধারণাকে পাল্টাতেই তারা গানটি লিখেছেন। তবে গানটিতে মানুষ এতটা সাড়া দেবে কল্পনাই করেননি তারা।
জায়েদিন আর জাহের গানের মাধ্যমে বিশ্বকে কেবল উপযুক্ত বার্তাই দেননি বরং র্যাপ সঙ্গীত বা মিউজিক ভক্তদের পাগল করে দিয়েছেন।