খোলা বাজার২৪ ॥ বুধবার, ২৫ নভেম্বর ২০১৫: সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ইসলামীক স্টেট (আইএস) জঙ্গি সংগঠনের নামে উসকানিমূলক প্রপাগান্ডা ছড়ানোর অভিযোগে আটক নাহিদ হাসানকে ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি পুলিশ। আজ বুধবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম। মনিরুল ইসলাম জানান, মঙ্গলবার রাত ৯টায় বাড্ডা এলাকা থেকে নাহিদকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সে ফেসবুকসহ বিভিন্ন যোগাযোগ মাধ্যমগুলোতে জিহাদি জন ছদ্মনামে লিখত।
দাওলা আল ইসলামিয়া নামে একটি ফেসবুক পেজ খুলে আইএসের নামে বিভিন্ন বক্তব্য বাংলা ভাষায় লিখে উসকানি দিত। তিনি বলেন, শিয়া কাফের নামে একটি পেজের এডমিন ছিল সে। এছাড়া এর আগে সংঘটিত বিভিন্ন হত্যাকাণ্ডের দায়ও স্বীকার করে ফেসবুক পেজে লিখেছেন। আটক নাহিদ শিবির কর্মী বলে দাবি করেন মনিরুল ইসলাম। তবে সে কোনো ধর্মকর্ম করতো না। তার মোবাইলে কিছু অশ্লীল ছবিও পাওয়া গেছে বলে জানান ডিবির যুগ্ম কমিশনার।
বাংলাদেশে আইএস আছে কি না সাংবাদিকদের করা এ প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে আইএস নেই। হিযবুত তাহরি-বাংলা টিমের সদস্য আছে। তারা আইএসের সঙ্গে যোগযোগ স্থাপনের চেষ্টা করে। মনিরুল ইসলাম বলেন, এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য নাহিদকে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। রিমান্ডে নিলে আরো তথ্য বেরিয়ে আসবে।