খোলা বাজার২৪ ॥ বুধবার, ২৫ নভেম্বর ২০১৫: আজ ২৫ নভেম্বর, আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৯৮১ সালে লাতিন আমেরিকায় নারীদের এক সম্মেলনে ২৫ নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালনের ঘোষণা দেয়া হয়।
এদিকে বুধবার থেকেই শুরু হচ্ছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষেরও। ১৯৯৩ সালে ভিয়েনায় বিশ্ব মানবাধিকার সম্মেলন দিবসটিকে স্বীকৃতি দেয়। জাতিসংঘ দিবসটি পালনের আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় ১৯৯৯ সালের ১৭ ডিসেম্বর।
বাংলাদেশে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস উদযাপন কমিটি ১৯৯৭ সাল থেকে এই দিবস ও পক্ষ পালন করছে
এ উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ ও উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের যৌথ উদ্যোগে সকালে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে র্যালি অনুষ্ঠিত হয়।
অন্যদিকে নারী বিষয়ক সংগঠন নারীপক্ষ ‘নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস’ পালন করছে। ১৯৯৭ সাল থেকে প্রতিবছর একটি নির্দিষ্ট বিষয় নিয়ে দিবসটি পালন করে আসছে সংগঠনটি। এবারের প্রতিপাদ্য ‘নারীর উপর যৌন নির্যাতন: প্রতিবাদ করুন, প্রতিরোধ গড়ুন।