খোলা বাজার২৪ ॥ বুধবার, ২৫ নভেম্বর ২০১৫: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘জিএসপি ফেতর পেতে আর কোনো বাধা নেই। আশা করছি একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে শিগগিরই এটা আমরা ফেরত পাবো।’
বুধবার দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের নিজ দপ্তরে স্পেনের রাষ্ট্রদূত এদোয়ার্দো দি লাইক্লেসিয়ার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তোফায়েল এমনটা জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘জিএসপির স্থগিতাদেশ প্রত্যাহারের সম্ভাবনা খুবই বেশি। কারণ আমরা সব শর্ত পূরণ করেছি। এছাড়াও গত সোমবার ওয়াশিংটন ডিসিতে টিকফা বৈঠকে আমাদের এই সম্ভাবনা তৈরি হয়েছে। সেখানে যুক্তরাষ্ট্র আমাদের প্রশংসা করেছে।’
মন্ত্রী জানান, ‘টিকফা বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশে বিপুল সম্ভাবনার কথা উল্লেখ করে তারা বলেছে, এই সম্ভাবনা কাজে লাগাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীরা এগিয়ে আসবে।’
মন্ত্রী আরও বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছি জিএসপির ওপর স্থাগিতাদেশ প্রত্যাহার না হলে টিকফা অর্থহীন।