খোলা বাজার২৪ ॥ বুধবার, ২৫ নভেম্বর ২০১৫:নরসিংদী থেকে তোফাজ্জল হোসেনঃনরসিংদী সদর উপজেলার উত্তর বাগহাটা গ্রামের মৃত কদম আলীর পুত্র মোঃ কাজল মিয়ার বিরুদ্ধে জমি খারিজ করে দেয়ার কথা বলে এলাকার অনেককে হয়রানী ও টাকা আত্মসাৎ সহ তার নিকট জাল দলিল সৃজনের যন্ত্রপাতি রয়েছে বলে লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে প্রকাশ নীল রঙ্গের কাগজ ও ষ্ট্যাম্পে স্বাক্ষর ও নগদ টাকা দিয়ে ৪ বছর অতিবাহিত হবার পরও বাগহাটা গ্রামের মোঃ মিন্টু মীর এর স্ত্রী মোসাঃ ছোলমা বেগম আজো তার জমি খারিজের কাগজ পত্র বুঝে পায়নি। এ ব্যাপারে তিনি সদর মডেল থানায় কাজল মিয়ার বিরুদ্ধে উক্ত কাগজ দিয়ে তার পরিবারের সদস্যদের আর্থিক ও মানষিক অপুরনীয় ক্ষতি সাধন করতে পারে এই মর্মে একটি সাধারন ডাইরী করেছেন যার নং-১০৯৫। এছাড়া বাগহাটা গ্রামের মৃত আলেক মিয়ার পুত্র মোঃ মনির মিয়া ও একই গ্রামের জুলহাস মিয়া উত্তর বাগহাটা গ্রামের মোঃ কাজল মিয়া ও মোঃ রতন মিয়া সহ আরও অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে নরসিংদী সদর মডেল থানায় এই মর্মে সাধারন ডাইরী করেছেন তারা পূর্ব শত্র“তার জের ধরে তাদেরকে বিভিন্ন সময় গালি গালাজ,মিথ্যা মামলা দিয়ে হয়রানী, ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকী প্রদর্শন করে আসছে।যার নং-৪০৬ ও ৮২০। উক্ত কাজলের বিরুদ্ধে একই এলাকার কলিম উদ্দিন মুন্সির কন্যা মোসাঃ রহিমা বেগম কে ২০ লক্ষ টাকার জমি কিনে দেয়। রহিমা বেগম ভুমি অফিসে খোঁজ নিয়ে জানতে পারে যে তার দলিল ভুয়া ও জমির খারিজের কাগজপত্র ভুয়া।উক্ত কাজল মিয়া উত্তর বাগহাটার মৃত আঃ অহাব মিয়ার ছেলে মেয়েদের জায়গা ও একই গ্রামের মরহুম মাহামুদ মিয়ার ছেলে আলমের নিকট থেকে মামলার রায় এনে দেবার কথা বলে টাকা আত্মসাৎ করে,একই গ্রামের পচা মিয়ার ছেলে মোঃ আফতু মিয়াকে জাল পর্চা দিয়ে দরবারে অপমান করায়। তার বাড়ীতে প্রতি রাতে জুয়ার আসর ও অসামাজিক কার্যকলাপের অভিযোগ করেছেন এলাকাবাসী।সমাজের লোকেরা প্রতিবাদ করলে তাদেরকে মিথ্যা মামলা ও মাস্তান দিয়ে হয়রানী করার হুমকী দেয়। তার বাড়ীতে নকল পর্চা এবং জমি সংক্রান্ত কাগজ পত্র তৈয়ারীর যন্ত্রপাতি আছে বলে এলাকাবাসী জানায়।সে একজন ভুমি দস্যু,প্রতারক। সে নিজেকে জমির আমিন পরিচয় দিয়ে জমি মাপের সময় যে বেশী টাকা দেয় তাকে বেশী জমি দিয়ে অন্যকে কম জমি দিয়ে আসে।শীলমান্দি ভুমি অফিসের সাথে তার যোগাসাজস থাকার কারনে সে এই ধরনের অপকর্ম করে আসছে।তার আপন ভাই বোনেরা ও তার নামে অনেক দেনদরবার ও থানায় জিডি করেছে।সে তার বোনের জমি খারিজের কথা বলে খালি ষ্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে টাকা আত্মসাৎ করে।তার বিরুদ্ধে থানায় অনেক অভিযোগ রয়েছে বলে এলাকাবাসী জানায়। এ ব্যাপারে ভুক্তভোগীগন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।