Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

57খোলা বাজার২৪ ॥ বুধবার, ২৫ নভেম্বর ২০১৫: লটারিতে আসলেই ‘লটারি’ জিতেছিল রংপুর রাইডার্স। বিশ্বসেরা অলরাউন্ডারকে পাওয়ার ইঁদুর দৌড়ে সবাইকে হটিয়ে সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছিল রংপুর দল। আগের দুই ম্যাচে ঠিক অলরাউন্ডার সাকিবকে খুঁজে পাওয়া না–গেলেও আজ ঠিকই জানিয়ে দিলেন ​কেন তিনি বিশ্বসেরা অলরাউন্ডার। ব্যাটে ভূমিকা রেখেছে। বোলিংয়ে তো দলের সেরাই। এমনকি ফিল্ডিংয়েও নিয়েছেন দারুণ দুটো ক্যাচ। এই না হলে অলরাউন্ডার।
আর সাকিবময় এমন ম্যাচে রংপুরের কাছে ৬৯ রানে হেরেছে ঢাকা। এবারের বিপিএলের সবচেয়ে একপেশে আর ম্যাড়ম্যাড়ে ম্যাচ। সবচেয়ে বড় ব্যবধানে জয়ও।
আগের দুই ম্যাচে ব্যাট হাতে খুঁজে পাওয়া যায়নি সাকিবকে। আজ তাই হয়তো একটু নিচেই নেমেছিলেন। ছয়ে নেমে ১৫ বলে অপরাজিত ২৪ রানের এক কার্যকর ইনিংস খেলে দলকে ১৭৬ রানের বেশ ভালো একটি স্কোর এনে দিয়েছিলেন। কিন্তু সাকিবের আসল রূপের দেখা মিলেছে ম্যাচের দ্বিতীয় ভাগে। চার ওভার বল করে ১৬ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন। সঙ্গে দুর্দান্ত দুটো ক্যাচ। ঢাকা ডায়নামাইটসদের যেন একাই হারিয়ে দিয়েছেন সাকিব।