Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

7খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০১৫ : পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও বুধবার রাত পর্যন্ত নির্বাচন কমিশনের প্রকাশিত নির্বাচন পরিচালনা বিধিমালা এবং আচরণ বিধিমালা পায়নি বিএনপি। এর প্রতিক্রিয়ায় আজ বুধবার রাতে দলের মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, ‘আমাদের কাছে কোনো বিধিমালা পাঠায়নি নির্বাচন কমিশন।
এই বিধিমালা গেজেট আকারে প্রকাশের দুই দিন পার হলেও বিএনপির কাছে না পাঠানোর মধ্যেই তাদের নীলনকশা প্রকাশ পাচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব) আ স ম হান্নান শাহ বলেন, দলীয় মনোনয়নে আসন্ন পৌরসভা নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে।
তাদের তাড়াহুড়া দেখে মনে হচ্ছে কোনো অসৎ উদ্দেশ্য সাধনের মিশন নিয়ে নেমেছে। তারা যে সময় বেধে দিয়েছে তা পর্যাপ্ত নয়। প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার দেশের ২৩৪টি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ ডিসেম্বর। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩ ডিসেম্বর। যাচাই-বাছাই চলবে ৫ ও ৬ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৩ ডিসেম্বর।