খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০১৫ : আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়ন পেতে সম্ভাব্য প্রার্থীদের অনেকই ঢাকায় এসে কেন্দ্রীয় নেতাদের বাসা-অফিসে তদবিরে ব্যস্ত সময় পার করলেও তাদের সেই সুযোগ কাজে লাগছে না আর। এতে বন্ধ হচ্ছে মনোনয়ন বাণিজ্যও। কারণ, রাজনৈতিক দলের পক্ষ থেকে কোন ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি পৌর মেয়র পদে প্রার্থী চূড়ান্ত করবেন তাদের তালিকা আগামী শনিবারের মধ্যে রিটার্নিং কর্মকর্তার নিকট ও ইসিতে জমা দিতে হবে।
তবে লবিং-তদবির নিয়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বেশি ব্যস্ত ছিলেন। বুধবার এবিষয়ে নিবন্ধিত সব রাজনৈতিক দলের সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এবিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. সিরাজুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, মেয়র প্রার্থীদের মনোনয়নপত্র চূড়ান্ত করার জন্য তফসির ঘোষণার ৫ দিনের মধ্যে রাজনৈতিক দলগুলোকে তাদের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিদের তালিকা চূড়ান্ত করতে হবে। এছাড়া আগামী ৩ নভেম্বরের মধ্যে সব রাজনৈতিক দলগুলোকে তাদের মনোনীত মেয়র প্রার্থীদের তালিকা চূড়ান্ত করতে হবে। কারণ, একই দলের একাধিক প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে পারবে না। যদি কোন পৌরসভায় একই দলের একাধিক প্রার্থী মনোনয়নপত্র জমা দেন তাহলে উভয়ের প্রার্থীতা বাতিল বলে গন্য হবে।
নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারি সচিব মো. রাজীব আহসান সাক্ষরিত এই চিঠিতে বলা হয়েছে- রাজনৈতিক দলের মেয়র প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সভাপতি বা সাধারণ সম্পাদক বা সমপর্যায়ের পদাধিকারী বা তাদের নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির স্বাক্ষরিত এই মর্মে একটি প্রত্যয়নপত্র থাকতে হবে যে, উক্ত প্রার্থীকে উক্ত দল হইতে মনোনয়ন দেওয়া হয়েছে।
তবে শর্ত থাকে যে, কোন রাজনৈতিক দল কোন পৌরসভায় মেয়রপদে একাধিক ব্যক্তিকে মনোনয়ন প্রদান করতে পারবে না। একাধিক ব্যক্তিকে মনোনয়ন প্রদান করলে সংশ্লিষ্ট পৌরসভায় উক্ত দলের সকল প্রার্থীর মনোনয়ন বাতিল বলে গণ্য হইবে।
আরও শর্ত থাকে যে, সংশ্লিষ্ট দল উহার ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নাম পদবী, নমুনা স্বাক্ষরসহ একটি পত্র তফসিল ঘোষণার ৫ দিনের মধ্যে রিটার্নিং অফিসারের নিকট এবং উক্ত পত্রের একটি অনুলিপি নির্বাচন কমিশনেও প্রেরণ করিবে।
বুধবার সন্ধ্যায় ইসি সচিবালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক এস এম আসাদুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। পৌরসভা নির্বাচনে নিবন্ধিত কোন রাজনৈতিক দল হতে প্রতি পৌরসভায় মেয়র পদে শুধুমাত্র একজন প্রার্থীকেই মনোনয়ন দিতে পারবে। একাধিক মেয়র প্রার্থী মনোনয়ন দিলে ঐ রাজনৈতিক দলের উক্ত পৌরসভায় সকল প্রার্থীর মনোনয়ন বাতিল হবে।