Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

11খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০১৫ : দেশের চামড়া ও চামড়াজাত শিল্পের আধুনিকায়ন এবং উন্নয়নে আজ বৃহস্পতিবার উদ্বোধন হলো তিন দিনব্যাপী চামড়া শিল্পের সবচেয়ে বড় ট্রেড শো তৃতীয় লেদারটেক বাংলাদেশ-২০১৫।
রাজধানীর বসুন্ধরার আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের ৪ নম্বর হলে আগামী ২৬ থেকে ২৮ নভেম্বর সবার জন্য উন্মুক্ত এই মেলা চলবে সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। মেলার উদ্বোধন করেন শিল্পসচিব মোর্শারফ হোসেন ভূঁইয়া।
এর আগে বুধবার রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান আসক ট্রেড অ্যান্ড এক্সিবিশন প্রাইভেট লিমিটেডের পরিচালক সেলিম বাসার।
সংবাদ সম্মেলনে তিনি জানান, বাংলাদেশ, ভারত, চিন, তুরস্ক, মিশর, শ্রীলংকা, ইতালি, সিংগাপুর, জাপান, তাইওয়ান, হংকংসহ ১৩টি দেশের ১৪০টি প্যাভিলিয়ন এবং ৩০টি স্টল প্রদর্শনীতে অংশগ্রহণ করবে।
সংগঠনটির নির্বাহী পরিচালক কাজি রওশান আরা সুমি বলেন, আমরা শুধু লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার নিয়ে কাজ করি ক্ষুদ্র উদ্যোক্তা বাড়াতে কাজ করি। এখানকার উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিয়ে এই কাজে সম্পৃক্ত করা হয়। এছাড়া শ্রমিকদের বিভিন্ন প্রশিক্ষণসহ বিভিন্ন সুযোগ সুবিধার ব্যবস্থা করেছি। আমরা আশা করি গত দুই বছরের চেয়ে এবারের প্রদর্শনীটি সফলতা পাবে।
সেলিম বাসার বলেন, চলতি বছর লেদারটেকে বাংলাদেশকে একধাপ এগিয়ে নিতে ফিনিশড লেদার প্রদর্শণীর ব্যবস্থা করেছে। গত লেদারটেক প্রদর্শনীতে আগত দর্শনার্থীদের প্রতিক্রিয়ার ওপর ভিত্তি করেই আমরা এবার ফিনিশড লেদারও প্রদর্শনীর সিদ্ধান্ত নিয়েছি।
আয়োজক প্রতিষ্ঠানের অপর পরিচালক টিপু সুলতান বলেন, সব মিলিয়ে এবারের প্রদর্শনীর আকার এবং আওতা দুটোই বিস্তৃতি ঘটেছে। স্থানীয় শিল্পকে চামড়া শিল্পের সর্বাধুনিক প্রযুক্তির উৎস সম্পর্কে জানাতে এবারের আয়োজনে মেশিনারি, কম্পোনেন্ট এবং সংশ্লিষ্ট যন্ত্রাংশ বিস্তৃত পরিসরে উপস্থাপন করা হবে।
আয়োজনের পৃষ্টপোষকতায় রয়েছে, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারারস অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ টেনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পাদুকা প্র¯‘তকারক সমিতি, সেন্টার অব এক্সিল্যান্স ফর লেদার স্কিল বাংলাদেশ লিমিটেড, কাউন্সিল ফর লেদার এক্সপোর্টস এবং ইন্ডিয়ান ফুটওয়্যার কম্পোনেন্টস ম্যানুফ্যাকচারারস অ্যাসোসিয়েশন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, পরিচালক নন্দ গোপাল কে, সিনিয়র অ্যাকাউন্ট এক্সিকিউটিভ সুবর্না মোস্তফা প্রমুখ।