Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

34খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০১৫ : গুজব ছড়ানোর মধ্যে সবচেয়ে পটু ভারতীয়রা। সম্প্রতি ভারতের একটি টেলিকম অপারেটরের জরিপের ফলে এ তথ্য জানা যায়।
ইন্টারনেটে গুজব ছড়ানোটা এখন তাদের বিরক্তিকর অভ্যাসে পরিণত হয়েছে।
জরিপে দেখা যায়, ৪০ শতাংশ মানুষ গুজব ছড়ানোকে বিরক্তিকর অভ্যাস বলে জানিয়েছেন। ৯৪ শতাংশ ব্যক্তি বলেন, ইন্টারনেট তাঁদের জীবনকে উন্নত করেছে। তবে এর কিছু বিরক্তিকর দিকও রয়েছে।
টেলিনরের চালানো জরিপে ইন্টারনেটে ভারতীয়দের বদঅভ্যাসের তালিকায় ঠাঁই করে নিয়েছে অনলাইনে গেম খেলার আমন্ত্রণ, অনুপযুক্ত বিষয়বস্তু শেয়ার করা, ফেসবুকে সাহায্য চেয়ে ও আপত্তিকর বিভিন্ন বিষয় নিয়ে পোস্ট করা।
জরিপে দেখা গেছে, ৬৫ শতাংশ ভারতীয় ইন্টারনেটে আসক্ত।
সম্প্রতি গ্রাহকদের ইন্টারনেট আচরণ সম্পর্কে জানতে ভারত, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় জরিপ চালায় টেলিনর। জরিপে ৩৩ শতাংশ ভারতীয় অতিরিক্ত সেলফি তোলা ব্যক্তিকে ঘৃণা করে বলে জানিয়েছে। অতিরিক্ত সেলফি তোলা ব্যক্তিকে ঘৃণার চোখে দেখার আঞ্চলিক গড় ২১ শতাংশ।