Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

44খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০১৫ : বলিউডে বিয়ের ব্যয় নিয়ে রীতিমতো প্রতিযোগিতা চলে আসছে বহু আগে থেকেই। বিষয়টি এমন যে, যেকোনো ভাবেই হোক আগের বিয়েটিকে টেক্কা মেরে আয়োজনকে আরো বেশি জমকালো করতেই হবে। হচ্ছেও তা-ই। এর আগে আমরা বলিউডে ঐশ্বরিয়া-অভিষেকের বিয়ে দেখেছি। তখন গুঞ্জন উঠেছিলো- আগের সব রেকর্ড নাকি ছাড়িয়ে গেছে বিয়েটি।
যাই হোক, এর সুরাহা হতে না হতেই সামনে এলো লন্ডনভিত্তিক ব্যবসায়ি রাজকুন্দ্রার সাথে বলিউড তারকা শিল্পা শেঠির বিয়ে। শিল্পার বিয়ের পোশাকটির দাম শুনলেই বোঝা যায় বলিউডে এটি কত ব্যয়বহুল বিয়ে ছিলো। বিয়েতে শেঠি কন্যার পোশাকটির নাকি দাম ছিলো ৫০ লক্ষ রুপি।
চোখ রাখলে বলিউডে এরকম রেকর্ড ভাঙা রেকর্ড গড়ার বিয়ে আরো অনেক পাওয়া যাবে। কিন্তু এবার বিগ ফ্যাট ওয়েডিংয়ের সব রেকর্ড ভেঙে দিতে চলেছে কেরলের এক শিল্পপতির মেয়ের বিয়ে। কেরলের কোলামের আসারাম মাঠে হতে চলা এই বিয়ের আসরে খরচ হবে ৫৫ কোটি টাকা।
বলিউডের বড় অভিনেতাও বিয়ের পিছনে এত টাকা খরচ করেন না। কেরলের সবচেয়ে ধনী ব্যক্তি রবি পিল্লাইয়ের ব্যবসার কথা শুনলে চোখ কপালে ওঠার জোগাড়। কয়লা খনি থেকে শিক্ষা। দুবাই, সংযুক্ত আমিরশাহিতে বড় বড় বিল্ডিং তৈরি করা। সবই হয় এই রবি পিল্লাইয়ের ২৬টি বড় কোম্পানির মাধ্যমে। তার অধীনে কাজ করেন ৮০ হাজার কর্মচারী।
অনাবাসী ভারতীয় এই শিল্পপতির মেয়ের ‘সবচেয়ে বড় বিয়ে’র প্যান্ডেলে তৈরির দায়িত্বে আছেন বাহুবলী সিনেমার প্রোডাকশন ডিজাইনার। সাড়ে ৩ লক্ষ স্কোয়ার ফুট এই বিয়ে বাড়ির প্যান্ডেল সাজানো হয়েছে রাজস্থানের রাজপ্রাসাদের অনুকরণে। যাতে খরচ হচ্ছে ২০ কোটি টাকা। প্যান্ডেল তৈরি করেছেন ২০০ শিল্পী। নিমন্ত্রিতর সংখ্যা ৩০ হাজার। তাদের মধ্যে থাকবেন বিশ্বের সেরা ৪২ জন রাজনৈতিক নেতা, অভিনেতা, শিল্পপতিরা।
এছাড়া বিয়ে বাড়ির অনুষ্ঠানে পারফর্ম করবেন মালায়লাম সিনেমার বড় বড় অভিনেতা-অভিনেত্রীরা। বেশিরভাগ খাবারের পদই হবে বিদেশের। বিয়ে বাড়িতে থাকবে ১০ কোটি টাকার দানের ব্যবস্থা। বিয়েবাড়ির মধ্যে আমন্ত্রিতদের জন্য নিয়ে আসার জন্য থাকছে কপ্টারের ব্যবস্থা। নিরাপত্তার জন্য থাকছে নজিরবিহীন ব্যবস্থা।
তবে প্রতিযোগিতার বাজারে এমন ব্যয়বহুল বিয়ের রেকর্ডটি রবি পিল্লাইয়ের মেয়ের নামের পাশে কত দিন শোভা পায় সেটাই এখন দেখার বিষয়।