Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

imagesখোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০১৫ : বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী  বলেছেন- ভোটারবিহীন বর্তমান ক্ষমতাসীন সরকারের ক্ষমতায় থাকার লিপ্সায় দেশ জাতিকে এক গভীর সংকটের মধ্যে নিপতিত করেছে।

বৃহস্পতিবার বিকালে শহীদ ডাঃ মিলন দিবস উপলক্ষে দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপনের স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা কলেন।

খালেদা জিয়া বলেন, রাজনৈতিক সংকটে জনগণের ক্ষমতায়নকে এগিয়ে নেয়ার লক্ষে দেশে জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠার বিকল্প নেই। আর সে লক্ষে দলমত নির্বিশেষে সবাইকে এখন ঐক্যবদ্ধ হওয়া জরুরী।

তিনি বলেন, দেশে গণতন্ত্র আবারো গভীর খাদের কিনারে গিয়ে একদলীয় কর্তৃত্ববাদী শাসনের কবলে পড়েছে। ২০১৪ সালের ৫ জানুয়ারীর ভোটারবিহীন নির্বাচনের পর গণতন্ত্র এখন মৃতপ্রায়। বহুদলীয় গণতন্ত্রের চেতনা আজ ভূলণ্ঠিত, মহান স্বাধীনতাযুদ্ধের চেতনাও আজ বিপর্যস্ত।

খালেদা জিয়া বলেন,  আজকের এই দিনে স্বৈরাচার বিরোধী আন্দোলন চলাকালে ১৯৯০ সালের ২৭ নভেম্বর তৎকালীন স্বৈরচারী এরশাদ সরকারের লেলিয়ে দেয়া পেটোয়া বাহিনীর গুলিতে শহীদ হয়েছিলেন ডা: শামসুল আলম খান মিলন। তাঁর শাহাদৎ বার্ষিকীতে আমি তাঁর রুহের মাগফিরাত কামনা করি।

তিনি বলেন, জাতীয় গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ডাঃ শামসুল আলম খান মিলন জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে একটি অবিস্মরণীয় নাম।

বিএনপি চেয়ারপারসন বলেন,  স্বৈরাচারী শাসনের শৃঙ্খল ভেঙ্গে গণতন্ত্রকে প্রতিষ্ঠার সংগ্রামে ডাঃ শামসুল আলম খান মিলনের এই সর্বোচ্চ ত্যাগ ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সকল কর্তৃত্ববাদী, স্বৈরাচারী গণতন্ত্র বিরোধী শক্তির বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে তিনি আমাদের প্রেরণার উৎস।