Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

70খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০১৫ : কখনো বল হাতে, আবার কখনো ব্যাট হাতে আক্রমণাত্মক ভূমিকায় দেখা যায় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। তবে বৃহস্পতিবার বিপিএলে রংপুর রাইডার্সের অধিনায়ককে দেখা গেল অন্যভাবে ‘আগ্রাসী’ হতে। সিলেট সুপারস্টার্সের বিপক্ষে খেলা চলার সময় আম্পায়ার তানভীর আহমেদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করেছেন তিনি। সেজন্য শাস্তিও হতে পারে সাকিবের।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিলেট সুপারস্টার্স ব্যাট করছিল তখন। ১৩তম ওভারের শেষ বলটি করছিলেন রংপুরের শ্রীলঙ্কান পেসার থিসারা পেরেরা। বল সিলেটের অধিনায়ক মুশফিকুর রহিমকে ফাঁকি দিয়ে উইকেটরক্ষকের গ্লাভসে যেতেই সমস্বরে কট বিহাইন্ডের আবেদন করেন ফিল্ডাররা। কিন্তু তাতে সাড়া দেননি আম্পায়ার তানভীর আহমেদ।
কিন্তু সাকিব তা মেনে নিতে পারেননি। আম্পায়ারের কাছে গিয়ে তিনি জানতে চান, কেন আউট দেওয়া হয়নি। আম্পায়ারের ব্যাখ্যায় সন্তুষ্ট হতে না পেরে রংপুর অধিনায়ক উত্তেজিত হয়ে অশোভন আচরণ করেন রীতিমতো। একপর্যায়ে কথা কাটাকাটিও হয় দুজনের মধ্যে।
বিপিএলের বাইলজ অনুযায়ী এটা শাস্তিযোগ্য অপরাধ। ম্যাচ রেফারি এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। অবশ্য ম্যাচ রেফারি সেলিম শাহেদ এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিবও এ নিয়ে কিছু বলতে রাজি হননি। শুধু বলেছেন, ‘আম্পায়ারের সঙ্গে যে ঘটনাটা ঘটেছে তা যেকোনো ম্যাচেই হতে পারে। এটা খেলারই অংশ। আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না।’
এবারের বিপিএলে কথা কাটাকাটির অপরাধে বরিশাল বুলসের আল আমিন হোসেন ও সিলেট সুপারস্টার্সের মোহাম্মদ শহীদের ইতিমধ্যেই শাস্তি হয়েছে। বিপিএলের ডিসিপ্লিনারি কমিটি আল আমিনকে ৪০ হাজার এবং শহীদকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে।